,

নবীগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

মোঃ আলী আরজদ: সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত (৩দিন ব্যাপী) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। নবীগঞ্জে এ বছর অত্যন্ত জাঁকজঁমকপূর্ণভাবে এর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক যোগে আনুষ্ঠানিকভাবে ওই মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে নবীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সভাপতি তৌহিদ-বিন-হাসানের আমন্ত্রনে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলা সফল ও সার্থক করতে সাংবাদিকদের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, সময়ের বার্তা সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক প্রতিদিনের সংবাদ ও জালালাবাদ নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ। এতে উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আলী আরজদ, দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সুমন আলী খাঁন, দৈনিক প্রভাকরের ভ্রাম্যমান প্রতিনিধি এস.এম আমীর হামজা, দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার সেলিম আহমদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সংবাদ মিডিয়ায় প্রচার করার আহবান জানিয়ে মেলা সফলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। উক্ত মেলায় সরকারের বিভিন্ন দপ্তরেরসহ ৪৫টি স্টল থাকবে বলেও তিনি জানান।


     এই বিভাগের আরো খবর