,

বানিয়াচংয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পরিবারের দাবী- যৌতুকের জন্য হত্যা

জুয়েল চৌধুরী \ বানিয়াচং চান্দের মহল্লায় রহিমা বেগম (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী তাকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। রহিমার ভাই মকাদ্দিছ মিয়া জানান, আজ থেকে ৫ বছর আগে একই গ্রামের বসু মিয়ার পুত্র জিতু মিয়ার সাথে জালাল উদ্দিনের কন্যা তার বড় বোন রহিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি সন্তান জন্ম গ্রহন করে। এর পর থেকে জিতু মিয়া যৌতুকের জন্য রহিমার উপর নির্যাতন চালায়। বোনের শোকের কথা ভেবে রহিমার পরিবার থেকে জিতুকে টাকা দেওয়া হয়। এর পরও তার পাষাণ হৃদয়ে রহিমার জন্য মায়া হয়নি। গত মঙ্গলবার সকালে পুণরায় যৌতুকের জন্য রহিমাকে মারধোর করে। সে ফোনে তার ভাইকে জানায়। বিকেলের দিকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এর পর তাদের সন্দেহ হলে জিতুর বাড়িতে এসে দেখে রহিমার লাশ ঘরের তীরের সাথে ঝুলে রয়েছে। বানিয়াচং থানায় খবর দিলে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে। রহিমার ভাই আরও জানায় তাকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছে। এসআই জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর