,

নবীগঞ্জের চৌধুরী বাজার ব্যবসায়ীর নির্বাচন সম্পন্ন

এস এম আমীর হামজা : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নবীগঞ্জে উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত কয়েক দিন ওই এলাকা সরগরম ছিল নির্বাচনী হাওয়ায়। গতকাল বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত চলে ভোট যুদ্ধ। নির্বাচনে মোট ২৪১ জন ভোটের মধ্যে ২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় কোন ধরণের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ সদস্যের কমিটির বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচিনে সভাপতি পদে মাতাব উদ্দীন (আনারস) ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হাজ্বী আব্দুল মুহিত দুলু (চেয়ার) পেয়েছেন ৮৩ ভোট, সহ-সভাপতি পদে আবিদ মিয়া (ছাতা) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আশরাফুল আলম ফেরদৌস (চশমা) পেয়েছেন ১৩১ ভোট, সাধারণ সম্পাদক পদে ইসমত আলী (হরিণ) ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্ব›দ্বী চান্দ উল্লাহ (প্রজাপ্রতি) পেয়েছেন ৭৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহেল বখ্ত (তালা চাবি) পেয়েছেন ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আলমগীর আহমদ (সিএনজি) পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ লিটন মিয়া (মাছ) ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ এনাম উদ্দিন (কাপ প্লেট) ৭৪ ভোট, প্রচার সম্পাদক পদে মোঃ বশির মিয়া (আম) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্ব›দ্বী রুহেল (ফুটবল) পেয়েছেন ৭৩ ভোট, এ ছাড়া সদস্য পদে অর্জুন দাশ (ডাব) ১৩৪ ভোট, নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ নুরুল মিয়া (ঘুরি) ১৩০, সুমন মিয়া (মোরগ) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অফিস সম্পাদক পদে একমাত্র প্রার্থী পংকজ দেব বিনাপ্রতিদ্ব›দ্বীতা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাওঃ মোশাহিদ আলী এবং নির্বাচনে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, আইনশৃংখলার দায়িত্বে ছিলেন এস.আই ফিরোজ আলী। নির্বাচনটি পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, সময় পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম তালুকদার, বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। এছাড়া ইউনিয়নের বর্তমান ও সাবেক একাধিক মেম্বারগণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর