,

বাহুবলে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

বাহুবল প্রতিনিধি \ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় বাহুবলে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান হাজী ফিরোজ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ফারুকুর রশিদ, ছাত্রলীগের সাবেক সাধাণার সম্পাদক এম. রশিদ আহমেদ, স্বপন চৌধুরী, নীহার রঞ্জন দেব প্রমুখ। আলোচনা সভা শেষে দুপুর ১টায় কুইজ প্রতিযোগিতা, বিকাল ৩টায় বিতর্ক প্রতিযোগিতা ও সন্ধ্যায় ৬ টায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী হয়। এ মেলায় উপজেলার ৩০টি সরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ৩ দিন ব্যাপী মেলার প্রথম দিনে হবিগঞ্জ পল্লী বিদ্যু সমিতি বাহুবল এরিয়া অফিস স্টলটিতে সুবিধাভোগীদের উপচেপড়া বিড় দেখা যায়। বিদ্যুৎ সংযোগ গ্রহীতারা মেলায় এসে সকল কাগজপত্রসহ আবেদন করার সাথে সাথেই সংযোগ পেয়ে যাচ্ছেন। যেখানে একটা বিদ্যুৎ সংযোগের জন্য মাসের পর মাস, কখনও আবার বছরের পর বছর দৌড়ঝাপ করে সংযোগ যাওয়া যেত না। সেখানে আবেদন করে বাড়ীতে পৌছার আগেই সংযোগ পৌছে যাওয়ায় অনেককেই উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়। এ ব্যাপারে বাহুবল এরিয়া অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার সোহরাব পাটুয়ারি বলেন, মেলা প্রথম দিনে স্পট মিটারিংয়ের মাধ্যমে ১৬৫টি মিটার সিকিউরিটি জমা নেয়া হয়েছে এবং এর মাঝে ৭৩ টি মিটারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়াও একটি বাড়ী একটি খামার প্রকল্পের সদস্যদের মাঝে ছয় লক্ষাধিক টাকার বেশি ঋণ প্রদান, বাহুবল মডেল থানা পুলিশের দ্রæত সেবা প্রদানের লক্ষ্যে অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা গ্রহণ, যুব উন্নয়ন অফিসের যুব ঋণ প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়াও আজ শুক্রবার সকাল ১১টায় আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের উপস্থাপনায় “বাহুবল উপজেলার শিক্ষার হার ও মান বৃদ্ধিতে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার। বিকাল ৪টায় সরকারি দপ্তরের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জনসাধারণের অংশগ্রহণে গণশুনানী এবং সন্ধ্যা ৬টায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী। আগামীকাল শনিবার সকাল ১১টায় বাহুবল কলেজের উপস্থাপনায় “বিদ্যমান সামাজিক বিশৃংখলার কারণ ও উত্তোরণের উপায় ঃ প্রেক্ষিত বাহুবল” শীর্ষক সেমিনার। বিকাল ৩ টায় র‌্যাফেল ড্র এবং বিকাল ৪টায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে।


     এই বিভাগের আরো খবর