,

নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল পানিউম্দা ও নোয়াগাঁও গ্রামবাসী ॥ এলাকায় সস্তি

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউপির বড়চড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কর্তৃক নোয়াগাঁও গ্র্রামবাসী পানি থেকে বঞ্চিত হওয়া নিয়ে দীর্ঘ দিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। নোয়াগাঁও গ্রামবাসীরদের দাবী হল উক্ত পানি থেকে বঞ্চিত হওয়ায় নোয়াগাঁও সংলগ্ন হাওয়রে জমি জামা ও কৃষিকাজে বিঘœ ঘটে। জানাযায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা ব্রিজ সংলগ্ন সুইচ গেইট, (পানিউমদা, বড়কান্দি, কুড়াগাঁও) সমন্বয়ে গঠিত বড়চড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাথে- নোয়াগাাঁও গ্রামবাসীর মধ্যে গত ২ দিন ধরে পানি নিয়ে বিরোধের জের ধরে টান-টান উত্তেজনা বিরাজ করছিল। গতকাল শুক্রবার দিনব্যাপী উভয়পক্ষে স্ব-স্ব এলাকায় মাইকিং করলে সংশিষ্ট গ্রামবাসীদের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের রুপ নেয়। উত্তেজনার খবর পেয়ে আইন শৃংখলা রক্ষায়, গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আরিফ ঘটনাস্থলে যান। উক্ত মারমুখী ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকার খবর পেয়ে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের  সভাপতি ইমদাদুর রহমান মুকুল, দেবপাড়া ইউপি জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ মিয়া, খাগাউরা গ্রামের বিশিষ্ট মুরুব্বি আউয়াল মিয়া, শওকত আলী সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উভয়পক্ষের সাথে আলাফ-আলোচনা করে উত্তেজনা নিরসনে দিন ব্যাপী দফায় দফায় শালিস বৈঠকের মাধ্যমে চেষ্টা চালায়। উল্লেখিত বিষয়ে, পানিউমদা ইউপির চেয়ারম্যান ইজাজুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান সহ নেতৃস্থানীয় ব্যক্তি বর্গের সাথে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য অনুরোধ করেন।  ইউ/পি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সম্মতিতে উপস্থিত সালিশানগণ ব্যক্তিবর্গ উভয়পক্ষের সাথে আলাফ-আলোচনা করে আগামী ১লা নভেম্বর রোজ শনিবার, সকাল ১০ঘটিকায় কাগাউড়া- রইছগঞ্জ বাজারে কমিউনিটি সেন্টারে শালিস বৈঠকের স্থান নির্ধারন করেন। উক্ত শালিস বৈঠকের মাধ্যমে এলাকায় স্বস্থি ফিরে আসে। নেতৃস্থানীয় শালিসানগণের উপস্থিতে এস আই আরিফ শালিস বৈঠকের পূর্ব পযর্ন্ত আইন শৃংখলা রক্ষায় জন্য উভয় পক্ষের প্রতি আহব্বান জানান


     এই বিভাগের আরো খবর