,

নবীগঞ্জে নানা আয়োজনে শেষ হলো ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা

১ম স্থান ভ‚মি অফিস, ২য় পল্লী বিদ্যুৎ ও এলজিইডি, ৩য় স্বাস্থ্য বিভাগ

মতিউর রহমান মুন্না :: নবীগঞ্জে শেষ হলো ৩ দিনের জাতীয় উন্নয়ন মেলা। গত বৃহস্পতিবার থেকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার মেলার শেষ দিন ছিল। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ রূপান্তরের অগ্রযাত্রাকে বেগবান করার আত্মপ্রত্যয়ে সারা দেশে সরকার এ মেলার আয়োজন করে। নবীগঞ্জে উন্নয়ন মেলায় ৫০ স্টলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী ৫০ স্টলের মধ্যে আগত দর্শনার্থী ও তাদের সেবা প্রদান এবং সাজসজ্জার ভিত্তিতে ৪টি স্টলকে সেরা নির্বাচিত করা হয়। নির্বাচিত সেরা ৪ স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করে উপজেলা সহকারী (ভ‚মি)র কার্যালয়, যৌথ দ্বিতীয় স্থান অধিকার করে নবীগঞ্জ পল্লী বিদ্যূৎ অফিস ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় আর তৃতীয় স্থান অধিকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা (প্রজীব) শাকিল আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা। ৩ দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উন্নয়ন মেলার সংবাদ মিডিয়ায় ফলাও প্রচার করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, বার্তা সম্পাদক ও বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না এবং উত্তরপূর্ব পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল এর হাতে পুরস্কার তুলে দেন অতিথিৃন্দ। গতকাল শনিবার সমাপনী দিনেও মেলা ঘুরে দেখা যায়, মেলায় আগত দর্শনার্থীদের সামনে নিজ নিজ প্রতিষ্ঠান ও সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন কর্মকর্তারা। সরকারি বিভিন্ন সেবা মেলার স্টল থেকেই প্রদান করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা, ব্যানার, লিফলেট বিতরণ করেন। এছাড়া ইতিহাস-ঐতিহ্য, সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য, শিল্প-বাণিজ্যে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। মেলায় নির্বাচিত সেরা ৪ স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উপজেলা সহকারী (ভ‚মি)র কার্যালয়। তারা ৩ দিনে ২ শতাধিক নামজারির আবেদনের মধ্যে ৬০টি নামজারি সম্পন্ন করেছেন। দ্বিতীয় স্থান অধিকারী পল্লী বিদ্যূৎ  অফিস ৩ দিনে ৭৩৭টি নতুন সংযোগ প্রদান করেছে। যৌথ দ্বিতীয় স্থান অধিকারী উপজেলা প্রকৌশলীর কার্যালয় বিভিন্ন সেবা প্রদান করেছে। তৃতীয় স্থান অধিকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ৩ দিনে ২ শত ৩০ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন। উপজেলা সহকারী (ভ‚মি)র কার্যালয়ের স্টলে নামজারির আবেদন করে ১ দিনেই নামজারি সম্পন্ন হওয়ায় খুশিতে আপ্লুত হয়ে উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের সুলতানা বেগম বলেন, ‘আমি ভেবেছিলাম নামজারির আবেদন করলে ১/২ মাস সময় লাগবে সম্পন্ন হতে। কিন্তু উন্নয়ন মেলায় আবেদন করে ১ দিনেই নামজারি পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতি বছর যদি এই উন্নয়ন মেলা হয় তাহলে সাধারণ মানুষ আরো সুবিধা পাবে।’ পল্লী বিদ্যুতের স্টলে আবেদন করে ১ দিনেই নতুন মিটার সংযোগ পেয়ে নবীগঞ্জ উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের কারণে আমি উন্নয়ন মেলার পল্লী বিদ্যুতের স্টলে ৩টি আবেদন করে ২৪ ঘন্টার মধ্যেই ৩টি সংযোগ পেয়েছি। আমি আশাকরি আওয়ামীলীগ সরকার আবারো ক্ষমতায় গেলে আমরা এই সেবা ৩ দিন নয় প্রতিদিনই পাব বলে আশাবাদী।’ সমাপনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম তালুকদার, সিলেট উত্তর পূর্ব নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু চন্দ্র অধিকারী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুর নুর, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ জাকারিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন, সেনেটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য দেবুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, পৌর আওলামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক হাফিজ আহেমদ, সাংগঠনিক সম্পাদক আলী হাসান লিটন, প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলী আমজদ মিলন, যুগ্ম সম্পাদক সুবিনয় পূরকায়স্থ, মহিতোষ তালুকদার, পূর্ব তিমিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন ফাতেমা, গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেনা বেগম, প্রধান শিক্ষক প্রভাত ভ‚ষন রায় মিন্টু, লিটন দেবনাথ, অশেষ কুমার দাশ, দিপেন্দ্র চন্দ্র দাশ, লিটন দাশ, রুহুল আমীন, তপন জোতী রায়, তপন পাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুবিনয় রায় বাপ্পি ও আশাহিদ আলী আশা, সাংবাদিক আবু তালেব, আমীর হামজা, সেলিম আহমেদ, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, রাজন রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ। এছাড়া উন্নয়ন মেলার ৩ দিনের অনুষ্ঠানে শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তিমিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সালামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।


     এই বিভাগের আরো খবর