,

সৌদি আরব পাঠানোর নাম করে চুনারুঘাটে যুবতীকে ধর্ষণের অভিযোগ

সংবাদদাতা :: চুনারুঘাট সৌদি আরব পাঠানোর জন্য ট্রেনিংয়ের কথা বলে চাবাগানে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক দালালের বিরুদ্ধে। যুবতী বানিয়াচং উপজেলার সিদ্দিক মিয়ার কন্যা। জানা যায়, বানিয়াচংয়ের এক যুবতীকে বিদেশে চাকুরীর প্রলোভন দিয়ে বিদেশ প্রেরণ পূর্বে ঢাকায় ৩দিনের ট্রেনিং এর প্রলোভন দিয়ে কৌশলে চুনারুঘাট লালচাঁন্দ চা-বাগানে নিয়ে ধর্ষণ করেছে এক দালাল। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেন স্থানীয় জনতা। এ ঘটনায় সিদ্দিক মিয়ার কন্যা গত রবিবার রাতে  চুনারুঘাট থানায় ধর্ষনের অভিযোগ এনে একই উপজেলার প্রতাবপুর গ্রামের মৃত তুতা মিয়ার পুত্র ইদু মিয়া (৪৫)কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য গতকাল সোমবার দুপুরে ভিকটিমকে পুলিশ হেফাজতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  ধর্ষিতার পিতা সিদ্দিক মিয়া জানান, গত ৪ অক্টোবর বৃহস্পতিবার মেয়েকে ট্রেনিংয়ে নিবে বলে আমার বাড়িতে বলে যায়। কিন্তু দালাল ট্রেনিংয়ে না গিয়ে আমার মেয়েকে ৩ দিন ধরে  চুনারুঘাট লালচাঁন্দ চা বাগানের একটি ঘরে নিয়ে আটক রেখে জোড় পুর্বক ধর্ষণ করেছে। ভিকটিমের ভাই জাহিদ হোসেন জানান, লেদু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন যুবতী মেয়েদেরকে মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে আসছে। মামলা সুত্রে জানা যায়, ৪ অক্টোবর  রাত ৮ টায় লেদু একটি গাড়ি দিয়ে বিদেশের জন্য ট্রেনিংয়ের কথা  বলে ভিকটিমের বাড়ি হতে নিয়ে যায় চুনারুঘাট ৫নং শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগানে তার বন্ধু নুর মিয়ার বাড়িতে, সেখানে লেদু মিয়া স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে অবস্থান নেয় দুইজন, তখন লেদু ভিকটিমকে জানায় সেখানে দুইদিন থাকতে হবে কারণ লেদুর বস এসে তাকে নিয়ে যাবে এমন প্রলোভনে দুইদিন অতিবাহিত হয়। দুইদিনপর  এলাকাবাসীর কাছে ধরা পরে লেদু। তখন  বিষয়টি আশপাশের  লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে থানায় প্রেরণ করা হয়। গতকাল সোমবার  দুপুরে আটক লেদুকে কারাগারে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, ভিকটিম বাদী হয়ে চুনারুঘাট থানায় ধর্ষণ মামলা হয়েছে, ভিকটিমের ডাক্তারীর জন্য মেডিকেলে প্ররেণ করা হয়েছে। তদন্ত করে মামলার প্রেক্ষিতে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর