,

বাহুবলে একই পরিবারের দুইবোন ঢাবিতে ভর্তি । এলাকায় আনন্দের বন্যা

মনিল ইসলাম শামিম :: বাহুবলে একই পরিবারের দুইবোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। তারা ঢাবি ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও অনুরূপ ফলাফল করেছে। উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের মৃত শেখ আব্দুল কাইয়ুমের কন্যা রোমানা আক্তার ও মৃত আব্দুল গণির কন্যা মিনা আক্তার এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। মিনা ও রোমানা সম্পর্কে চাচাতো বোন। তারা দুইজনই ২০১৬ সালে পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। রোমানা ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটে ভর্তির সুযোগ ছাড়াও মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায়ও কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। ঢাবিতে তার মেধাক্রম ১৫৪৩ ও মেডিকেলে মেধাক্রম ২০৩। এছাড়া মিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছে। মিনার ঢাবিতে মেধাক্রম ৪২৮৫ ও জাহাঙ্গীরনগরে মেধাক্রম ১৩৭। এ ব্যাপারে পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ বলেন, ‘রোমানা ও মিনা’’র ভালো ফলাফলের পেছনে ছিল অদম্য অধ্যবসায়। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের দু’টি বছর তারা খুব পরিশ্রম করেছে। তাদের এমন ফলাফলে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি মনে করি।’  প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী বলেন, ‘রোমানা ও মিনা’র এমন ফলাফলে আমরা খুবই গর্বিত। আমি মনে করি তাদের ফলাফলে পরবর্তী প্রজন্মরা আরো ভালো করতে অনুপ্রেরণা পাবে।’


     এই বিভাগের আরো খবর