,

নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বাজকাশারা গ্রামে আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামে দেশীয় অস্ত্র উদ্ধারের পর থেকে গ্রামবাসীর মধ্যে এক অজনা আতংক বিরাজ করছে। এ ঘটনার পর থেকে পুলিশের বিশেষ নজরদারিতে রয়েছে বাজকাশারা গ্রাম। গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সুত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের এরশাদ আলী, খুর্শেদ আলী ও আব্দুর রকিবের মধ্যে জায়গা নিয়ে বিরুধ চলছিল। ওই বিষয়টি সমাধান করতে গিয়ে একটি পক্ষের রোষানলে পড়েন সাবেক ইউপি সদস্য র্মুুজ আলী। এদিকে গত ১০ অক্টোবর রাতে দেশীয় অস্ত্রসহ আব্দুল খালিক, ছালিক মিয়া ও জাহাঙ্গীর মিয়াকে আটক করে পুলিশ। এরপর থেকে গ্রামে আতংক বিরাজ করে। গ্রামের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গতকাল শনিবার দুপুরে লন্ডন প্রবাসি আব্দুস সবুর মিয়ার বাড়িতে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইন শৃংঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এতে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুস সত্তার মিয়ার সভাপতিত্বে ও র্মুুজ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, বিশিষ্ট মুরুব্বি আলা উদ্দিন মিয়া, সাবেক মেম্বার ইসকান্দর, কনর মিয়া, সমসু মিয়া, বসির মিয়া, লেবু মিয়া, মদচ্ছির মিয়া, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ, প্রধান শিক্ষক সুহেল আহমেদ, আবুহুরায়রা মামুন, সাংবাদিক আব্দুল মুহিত, কমরু মিয়া, সাবেক মেম্বার জামাল উদ্দীন, আব্দুল কাইয়ুম, নিজাম মিয়া, আখলু মিয়া, মৌলদ মিয়া, সাদ্দেক মিয়া , ছুনু মিয়া, এরশাদ আলী ,আমীর হুসেন, ছায়ীদ মিয়া, ছাবু মিয়া ,আলীম মিয়া, ছানু মিয়া, খালাই মিয়া, আবুল কাশেম, এ কেএম সুমন, ইসরাইল মিয়া, জহুরুদ্দিন, দুরুদ মিয়া, মমিন মিয়া। এ সময় গ্রামের মুরুব্বিরা বলেন এ গ্রামে যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে না পারে সে জন্য প্রসাশনের  হস্তক্ষেপ কামনা করছেন। প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ সোহেল রানা বলেন, এ গ্রামের কারো বাড়িতে যদি কোন ধরনের অস্ত্র পাওয়া যায় তাহলে তাদেরকে সাথে সাথে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও মাদক, জুয়া ও চোর ডাকাতদের অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর