,

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালিত ধর্ষনের চেষ্টার অভিযোগে যুবকের ছয় মাস কারাদন্ড

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাটে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক যুবকের ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমান আদালত হবিগঞ্জ সদর থানার আদিপাশা গ্রামের মৃত উস্তার মিয়ার পুত্র মো: নাজমুল হক (২০) কে ধর্ষনের চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় শ্লীলতাহানীর অভিযোগে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জানা যায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আঃ করিমের কন্যা মোছাঃ রুমা আক্তার (১৫), মিরাশী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামার পর সিএনজি চালক বাড়ীতে পৌঁছে দেয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে চলে যায় দেউন্দি চা বাগানে এবং সেখানে মেয়েটিকে ধর্ষনের চেষ্টা চালায়। ফিরার পথে শাকির মোহাম্মদ বাজার সিএনজিসহ এলাকার জনতার হাতে আটক হন। সেখান থেকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করে চুনারুঘাট থানা পুলিশের এস.আই আঃ মালিক নেতৃত্বে একদল পুলিশ কারাদন্ড প্রদানের পর উক্ত যুবককে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর