,

মাসাকাদজাকে সৌম্যের জবাব

সময় ডেস্ক :: ফর্ম ধরে রেখেছেন সৌম্য সরকার। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকান বিসিবি একাদশের অধিনায়ক। এতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে অনেকটা হেসেখেলেই জয় পায় বিসিবি একাদশ। এতে টক্করটা ছিল দুই দলের অধিনায়কেরও। ম্যাচের প্রথমভাগে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। উইকেট খোয়ানোর আগে তার ব্যাট থেকে আসে ১০২ রান। জবাবে কাঁটায় কাঁটায় ১০২ রানের হার না মানা ইনিংস খেলেন বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য সরকার। এতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। গতকাল ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশি দুই পেসার ইবাদত হোসেন ও  মোহাম্মদ সাইফুদ্দিনের। ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে সাভারের বিকেএসপিতে তাদের বোলিং তোপে ৪৬.৩তম ওভারে ১৭৮ রানে অল আউট হয় সফরকারী জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইনিংসে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন ৯ ব্যাটসম্যান। বিসিবি একাদশের বল হাতে ৯ ওভারের স্পেলে ১৯ রান খরচায় পাঁচ উইকেট নেন ইবাদত। আর ৭.২ ওভারের স্পেলে ৩২ রানে তিন উইকেট নেন সাইফুদ্দিন। জবাবে ১১ ওভার বাকি রেখেই টার্গেট পূরণ করে বিসিবি একাদশ। হার না মানা ১০২ রানের ইনিংস খেলেন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার। ১১৪ বলের ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কা হাঁকান ওয়ানডাউন ব্যাটসম্যান সৌম্য। অপেক্ষাকৃত ছোট টার্গেটে বিসিবি একাদশের শুরুটা ভালো ছিল না। দলীয় মাত্র ১১ রানে উইকেট খোয়ান ওপেনার মিজানুর রহমান। ভালো করতে পারেননি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ফজলে রাব্বি মাহমুদও। ৩৪ বল মোকাবিলায় ১৩ রান করেন ফজলে রাব্বি। তবে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২৯ রানের জুটি গড়েন সৌম্য ও জাতীয় দলের বাইরে থাকা অপর ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। অপরাজিত ইনিংসে মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৩৩ রান। নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩৩ রান করেন সৌম্য সরকার। পরে জাতীয় ক্রিকেট লীগে খুলনার ব্যাট হাতে রাজশাহী বিভাগের বিপক্ষে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি হাঁকান তিনি। আর আসরের সর্বশেষ ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচের দুই ইনিংসে সৌম্যের সংগ্রহ ছিল ৭৬ ও ৭১। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেটেরও কৃতিত্ব দেখান সৌম্য। সাভারে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় ওভারে ইবাদত হোসেনের বলে আউট হন ওপেনার ক্রেইগ আরভিন। পরের ওভারে সাইফুদ্দিনের বলে সাজঘরে ফেরেন ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে ৬ রান। একপর্যায়ে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে দিশাহারা দেখাচ্ছিল সফরকারীদের। তবে একপ্রান্ত আগলে রেখে ইনিংস সামাল দেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ষষ্ঠ উইকেটে মাসাকাদজা ও এলটন চিগুম্বুরা গড়েন ১২৮ রানের জুটি। ৪৪তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৪৭ রানে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক চিগুম্বুরাকে বোল্ড করেন সাইফুদ্দিন। আর ১৩৪ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০২ রান করে ইবাদতের বলে আউট হন ওপেনার মাসাকাদজা। জিম্বাবুয়ের ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছেন কেবল এ দুই ব্যাটসম্যানই। ৪৫তম ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান পেসার হান্টের আবিষ্কার ইবাদত হোসেন। অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন তিনি। চার বলের মধ্যে তিন উইকেট তুলে নেন ইবাদত। বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামীকাল।
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে, ব্যাটিং
জিম্বাবুয়ে: ৪৫.২ ওভার; ১৭৮ (মাসাকাদজা ১০২, চিগুম্বুরা ৪৭, ইবাদত ৫/১৯, সাইফুদ্দিন ৩/৩২, মোহর শেখ ১/১৮, ইমরান ১/২৮)।
বিসিবি একাদশ: ৩৯ ওভার; ১৮১/২ (মিজানুর ৮, ফজলে রাব্বি ১৩, সৌম্য ১০২*, মোসাদ্দেক ৩৩*, সিকান্দার রাজা ১/২১)।


     এই বিভাগের আরো খবর