,

ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নামফলক ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

সংবাদদাতা :: হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নামফলক ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঘু দাউদপুর গ্রামে হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে সুন্দর মিয়ার বাড়ি হইতে কাপ্তান মিয়ার বাড়ি পর্যন্ত ইটসলিং উন্নয়নের কাজের নামফলক ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ থানার এএস আই জাকির ও রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিকবৃন্দ, স্থানীয় মেম্বার ফখরুল ইসলাম জুয়েল ও গ্রামের মুরব্বিয়ান। উল্লেখ্য গত ১৭ অক্টোবর রঘু দাউদপুর গ্রামে হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে সরকারের উন্নয়ন কাজ ইটসলিং শেষ হওয়ার পর হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী’র নামফলক বসাতে গেলে বাধা প্রদান করেন একই গ্রামের মৃত আয়াত উল্লার পুত্র রমজান উল্লা গংরা। পরে গ্রামের মুরব্বিয়ান ও ওয়ার্ড মেম্বার সমন্বয়ে স্থান নির্ধারন করে মুশফিক হুসেন চৌধুরীর নামফলক বসানো হয়। ঐদিন রাতেই সরকার বিরোধী একটি কুচক্রি মহল ডাঃ মুশফিক হুসেন চৌধুরী’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উন্নয়ন কাজের বাধাগ্রস্থ করতে নামফলক ভাংচুর করে।


     এই বিভাগের আরো খবর