,

লাখাইয়ে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ । অর্ধশতাধিক আহত

জুয়েল চৌধুরী :: লাখাই উপজেলার পার্শ্ববর্তী বৈরাটি গ্রামে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে গ্রাম পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের হাজী আবুল হোসেনের সাথে সাজিদ বেপারীর পুত্রের ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কথা কাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। এবং একদল আরেক দলের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে বাড়িঘর, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে মিটামন থানার পুলিশ ও মাদনা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় কাছন মিয়া (৭০), জাহাঙ্গীর আলম (৪০), আবুল হোসেন (৬০), গ্রাম পুলিশ আইয়ুব আলী (৩০), সাদির বেপারী (৬০), নবী হোসেন (৪০), হারিছ মিয়া (৫০), মুতি মিয়া (৪০), মুতি মিয়া (৪০), সৌকত (৩০), মোবাশ্বির (২০) ও মোঃ আক্তার হোসেনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে মিটামন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর