,

নবীগঞ্জ হাসপাতালে প্রাইভেট এম্বুলেন্স চালক দিয়ে টাকার বিনিময়ে ঔষধ বিক্রির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাইভেট এম্বুলেন্স চালক দিয়ে ঔষধ বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর অভিভাবক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার ছেলেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাক্ষর করে একটি প্যাডে কিছু ঔষধ লিখে দেন ডিসপেনসারি থেকে নেওয়ার জন্য। সরকারী ঔষধের জন্য ডিসপেনসারিতে গিয়ে ঔষধ চাইলে ওই সময় দায়িত্বে থাকা এক এম্বুলেন্স চালক তার কাছে টাকা দাবী করেন। তিনি টাকা দিতে অপারগতা করলে ওই এম্বুলেন্স চালক তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং টাকা ছাড়া ঔষধ দিবেনা বলে তাড়িয়ে দেয়। সরকার সারা দেশে বিনা মূল্যে গরীব অসহায় মানুষদের মধ্যে ঔষধ বিতরণের নির্দেশনা দিলেও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাকা ছাড়া কোন ঔষধ দেওয়া হয় না বলেও জানান তিনি। সুত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অসহায় দরিদ্র লোকদের কাছ থেকে টাকা নিয়ে ঔষধ বিক্রি করে আসছেন ডিসপেনসারিতে দায়িত্বে থাকা উপজেলার তিমিরপুর গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র এম্বুলেন্স চালক আফছর মিয়া ও তার সহযোগীরা। উপজেলার অসহায় লোকজন প্রতারক প্রাইভেট এম্বুলেন্স চালক দ্বারা হয়রানির স্বীকার না হওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর এলাকার মোছাঃ শিরিনা বেগম নামের এক রোগীর অভিভাবক। অভিযোগের অনুলিপি হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর