,

নবীগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন ২ লক্ষ টাকার ক্ষতি । থানায় অভিযোগ

সংবাদদাতা :: নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিবরণে জানা যায়, ছালামতপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর পুত্র খালেদ আহমেদ দীর্ঘদিন ধরে তার নিজস্ব মালিকানাধীন পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা ফেলে মৎস্য চাষ করে আসছিলেন। সম্প্রতি একই গ্রামের মৃত ছৈদ উল্লার পুত্র ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মিয়া, তার পুত্র ফরহাদ মিয়া ও লেবু মিয়ার পুত্র ছাত্রদল নেতা হুমায়ুন গংদের সাথে খালেদ আহমেদের বিভিন্ন বিষয়াধী নিয়ে বিরোধ দেখা দেয়। আর পূর্ব বিরোধের আক্রোশ মেটাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাদেরকে ক্ষতি করার পায়তারা করে কবির মিয়া গং। এরই জের ধরে গতকাল সোমবার ভোরে কবির মিয়ার নির্দেশে বিবাদী হুমায়ুন ও ফরহাদ বিষের বোতল নিয়ে গিয়ে পুকুরে বিষ প্রয়োগ করে। এ সময় আশপাশের লোকজন দেখে চিৎকার দিলে বিষ প্রয়োগকারীরা পালিয়ে যায়। পুকুরে বিষ প্রয়োগের ফলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি উল্লেখ করে গতকাল রাতেই উল্লেখিতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন খালেদ আহমেদ।


     এই বিভাগের আরো খবর