,

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত । আহত ১০

জুয়েল চৌধুরী :: লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল হেকিম (২৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক লোক। আহত সূত্রে জানা যায় মুড়াকরি গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র জামাত কর্মী তৌহিদ মিয়া মহুরির সাথে একই গ্রামের আব্দুল কাইয়ুমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সোমবার সকালে তৌহিদ তার পুত্র ছাত্র শিবির কর্মী দরবেশ মিয়া, হাফিজমিয়া, সহ এক দল লোক আব্দুল হেকিমকে বাড়িতে এসে আক্রমণ করে। এক পর্যায়ে জান বাচাতে একটি দু’তলা ঘওে উঠার চেষ্টা কলে। সেখানে গিয়ে তারা ফিকল দিয়ে বুকে ও পেটে আঘাত করে। এতে সে মাটিতে লুটে পড়ে। পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদও আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ খবর গ্রামে পৌছলে আব্দুল কাইয়ুম ও তৌহিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘঁটনা ঘটে। খবর পেয়ে লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আবদুল হামিদ, পাভেল আহমেদ, রুবেল, ইসমাইল, ইসরাইল, মোতাব্বির, আব্দুর রউফ, বাদশা মিয়া, সাব্বির মিয়া, রুখন মিয়া, সোলেমা বেগম, রবিউল মিয়া, শিরু মিয়া, আমিরুন নেছা, আলী হোসনে, আলমগীর, মিজান মিয়া,   উসমান মিয়া, ও মুছা মিয়াকে হবিগঞ্জ সদও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে লাখাই থানার ওসি জানান, আমরা ঘটনাস্থলে পৌছে আপ্রাণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযুক্তদেরকে ধরতে অভিযান চলছে। এদিকে সদর থানার এসআই পলাশ দাস নিহত আবদুল হেকিমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন।


     এই বিভাগের আরো খবর