,

সেরা চারে মাহমুদউল্লাহ

সময় ডেস্ক ॥ বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের রানের তালিকায় ভারতের শিখর ধাওয়ানকে পিছনে ফেলে চতুর্থ স্থানে পৌঁছে গেলেন টাইগার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। ৪ ম্যাচে মাহমুদউল্লাহর সংগ্রহ ৩৪৪। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৪৯৬ রান নিয়ে প্রথমে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার। এ তালিকায় ৪১৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। ৩৯৫ রান নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশান। রিয়াদের হার না মানা ১২৮ রানের ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলে টাইগারদের শেষ আট নিশ্চিত করেন তিনি। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৩০০ রান করার রেকর্ডও গড়েছেন মাহমুদ উল্লাহ।


     এই বিভাগের আরো খবর