,

ক্যানসারকে জয় করে ফিরছেন ইরফান

সময় ডেস্ক :: অসাধারণ অভিনয়ের মাধ্যমে হাজার হাজার মানুষের হৃদয় জয় করেছেন বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান। এবার তিনি ক্যানসারকে জয় করে দেশে ফিরছেন। চলতি বছরের শুরুর দিকেই ইরফান খান নিজেই টুইট করে জানিয়েছিলেন, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। স্বাভবিকভাবে অভিনেতা ইরফান খানের এমন মন্তব্য ঘিরে শুরু হয় জল্পনা। যদিও ঠিক কোন রোগে তিনি আক্রান্ত, তা খোলসা করেননি অভিনেতা। মার্চ মাসের মাঝামাঝি ইরফান আরও একটি টুইট করে জানান, তিনি নিউরোএনডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছেন। তারপর তিনি চলে যান লন্ডনে, চিকিৎসার জন্য। এরপর কেটে গেছে প্রায় সাত মাস। এরমাঝে কখনও কখনও অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও, তার শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। তবে দীর্ঘদিন ভক্তদের জন্যই এবার সুখবর বয়ে নিয়ে আসছেন ‘ডুব’ খ্যাত এই তারকা অভিনেতা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, খুব শিগগিরই মুম্বাই ফিরছেন ইরফান খান। যদিও তিনি পুরোপুরিভাবে এখনও সুস্থ না। অনেকদিন যাবতই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। এবার সেই চিকিৎসা থেকে বিরতি নিয়ে প্রিয় শহর মুম্বাইয়ে ফিরবেন তিনি। তবে তিনি যে শুধুমাত্র মুম্বাইয়ে ফিরছেন তা নয়, সেই সাথে আবারো অভিনয়ে ফিরবেন এ অভিনেতা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে তার পরবর্তী সিনেমা ‘হিন্দি মিডিয়াম টু’-এর শুটিং। সেটার জন্যই মূলত তার এই ফিরে আসা। ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার নির্মাতারা যুক্তরাজ্যে ইরফানের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তারা সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ইরফানের সঙ্গে কথা বলেন। আলোচনার পর নির্মাতাদের সম্মতি দিয়েছেন এ অভিনেতা। ২০১৭ সালে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’ সিনেমাটি। সকেত চৌধুরী পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইরফান ও সাবা কামার। এবার এর সিক্যুয়ালে তুলে ধরা হবে প্রথম সিনেমার দশ বছর পরের গল্প।


     এই বিভাগের আরো খবর