,

চুনারুঘাটে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মাদক ও ইয়াবা সম্রাটরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। ধ্বংসের পথে এলাকার যুব সমাজ। প্রশাসনের উর্ধ্বতন কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল। জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের মাদক সম্রাটরা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ব্যবসা করে বর্তমানে লাখপতি। আসামপাড়া মোকামঘাট নামক স্থান থেকে প্রায় সময়ই মাদক দ্রব্য হবিগঞ্জে, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট সহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে মাদক ব্যবসায়ীরা। কিন্তু পুলিশ মাদক সম্রাটদের গ্রেফতার করার পরও তারা আইনের ফাঁক-ফোকড় দিয়ে দ্রæত বেরিয়ে আসে। জেল থেকে ছাড়া পেয়ে তারা আবার বেপরোয়া হয়ে জমজমাট মাদক ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই আসামপাড়ায় মোকামঘাট নামক স্থানে সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ওই মাদকের ব্যবসা চলে। জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে মাদকসেবীরা মাইক্রোবাস, সিএনজি, লাইটেস, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে এখানে এসে মাদকের জন্য ভিড় জমায়। বিষয়টি দেখেও না দেখার ভান করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার কিছু প্রভাবশালী নেতারা পুলিশকে ম্যানেজ করে প্রতিদিন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জোরালোভাবে দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।


     এই বিভাগের আরো খবর