,

নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ ও সাবেক প্যানেল চেয়ারম্যান শিশুকে পুলিশের জিজ্ঞাসাবাদ

আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য সহিংস অপরাধকর্ম ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

মতিউর রহমান মুন্না :: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সৈয়দ খালেদুর রহমান খালেদকে জিজ্ঞসাবাদ করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করেন থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা। এর আগে বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ সাদিকুর রহমান শিশুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। একাধিক নির্ভরযোগ্য সুত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। নির্বাচনে সম্ভাব্য সহিংস অপরাধকর্ম ও নাশকতা কর্ম ঠেকাতে সতর্কাবস্থা অবলম্বনের জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে-পরে আন্দোলনের নামে যে নাশকতামূলক কর্মকান্ড যাতে কেউ ঘঠাতে না পারে সেজন্য পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। পুলিশের সূত্র জানায়, সরকার বিশৃঙ্খলা এড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী। সুতরাং কোনো অপশক্তি বা কোনো উগ্রবাদী রাজনৈতিক দল আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি বা পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে পুলিশ তাৎণিক ব্যবস্থা নেবে। যেকোনো মূল্যে নাশকতামূলক তৎপরতা ঠেকাবে পুলিশ। পুলিশ জানায়, সারাদেশের ন্যায় নবীগঞ্জের পরিবেশ শান্তিপূর্ন রাখতে তৎপর রয়েছে পুলিশ। নাশকতা এড়াতে বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবীগঞ্জ শহরে নাশকতামূলক কর্মকান্ড ঘঠানোর চেষ্টার অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলাও রয়েছে। এ মামলায় বিএনপি ছাত্রদলের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন। এদিকে গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ খালেদুর রহমান খালেদকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেন থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা। ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছেন। গতকাল নবীগঞ্জ থানা থেকে খবর দেয়া হলে তিনি থানায় যান, এসময় পুলিশ তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ১ ঘন্টা পর ছেড়ে দেয়। জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, নির্বাচনকে সামনে রেখে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, এর আগে গত শুক্রবার বিকালে বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ সাদিকুর রহমান শিশুকেও থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ।


     এই বিভাগের আরো খবর