,

আজমিরীগঞ্জে ৬ কোটি টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আজমিরীগঞ্জ প্রতিনিধি :: আজমিরীগঞ্জে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা এলজিইডির বাস্তবায়নে প্রকল্প ৪টির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসেনর সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মজিদ খান। গতকাল রবিবার সকাল ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা থেকে নোয়াহাটি ২.৭৫০ কি.মি রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্থত স্থাপন করেন এমপি আব্দুল মজিদ খান। যার ব্যায় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ টাকা। পরে জলসুখা ইউনিয়নের মাধবপাশা থেকে আরএসএইচ রোড ভায়া মালিহাঠি ১ কি.মি রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। যার ব্যায় ধরা হয়েছে ৯৬ লাখ টাকা। বিকেলে বদলপুর ইউনিয়নের ঝিলুয়ায় ৩ কি.মি রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি। যার ব্যায় ধরা হয় ২ কোটি ৫৫ লাখ টাকা। এবং কাঠাখালি থেকে কৈয়াগোপী ফেরিঘাট ২ কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্থতর স্থাপন করা হয়। যার ব্যায় ১.৬৫ কোটি টাকা। চারটি প্রকল্পের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ্ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্লাহ্ সিদ্দিকী, উপ সহকারি প্রকৌশলী মোছাদ্দেকুল ইসলাম, সারোয়ার পারভেজ, মর্তুজা হাসান, ইউপি চেয়ারম্যান খেলু মিয়া, ইউপি আওয়ামী লীগের সভাপতি নাজমূল হাসান প্রমূখ।


     এই বিভাগের আরো খবর