,

ইরান থেকে তুরস্ক যাওয়ার পথে ১ সপ্তাহ ধরে নিখোঁজ নবীগঞ্জের তাহের

সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সংবাদ নিয়ে ধুম্রজাল

মতিউর রহমান মুন্না :: ইরান থেকে তুরস্ক যাওয়ার পথে গত ১ সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আবু তাহের। সে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের আতাব উল্লার পুত্র। ১ সপ্তাহ ধরে নিখোঁজের ঘটনায় শঙ্কিত পরিবারে গতকাল সোমবার দুপুরে খবর আসে সড়ক দূর্ঘটনায় মারা গেছে আবু তাহের। মূহুর্তেই এমন খবর ভাইরাল হয়ে যায় সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনিশ্চিত এই খবরে মাতম চলছে আবু তাহেরের বাড়িতে। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও দুর্ঘটনার খবরে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সুত্রে জানা যায়, সুন্দর ভবিষ্যত, সোনালি দিনের স্বপ্নে ১০ অক্টোবর পাড়ি জমায় ফ্রান্সে যাওয়ার আশায়। উপজেলার গজনাইপুর ইউনিয়নের এক দালালের মাধ্যমে ৫ লক্ষ টাকার চুক্তিতে গত ১০ অক্টোবর রাত ৪ টার ফ্লাইটে ইরাক হয়ে ইরানে যায় আবু তাহের। ইরানে পৌছার পর তাহেরর পরিবার দালালের টাকা পরিশোধ করলে দালাল তাকে ছেড়ে দেয়। তাহের ইরানে কয়েক দিন থাকার পর গত মঙ্গলবার সকালে আরেক দালালের মাধ্যমে তুরস্ক যাওয়ার উদ্যোশে রওয়ানা দেয়। এর পর থেকেই তার পরিবার কিংবা আত্মীয় স্বজনের সাথে কোন যোগাযোগ হয়নি আবু তাহেরের। প্রায় ১ সপ্তাহ যাবৎ সে নিখোঁজ থাকায় চরম হতাশায় ভ‚গছিলেন তার পরিবারের লোকজন।
আবু তাহের এর পিতা আতাব উল্লা জানান, ১ সপ্তাহ ধরে তাহের সাথে কোন যোগাযোগ নেই। গতকাল সোমবার দুপুরে ইরান থেকে তাদের এক আত্মীয় মোবাইল ফোনে কল দিয়ে জানায় আবু তাহের ইরান থেকে প্রাইভেট কার যোগে তুরস্ক যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় সে মারা গেছে। এ খবর কোন ভাবেই মেনে নিতে পারছেন না তারা। এ খবরটির সত্যতা যাচাই না করেই আবু তাহিরের বন্ধু-বান্ধব ও স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শোকবহ পোষ্ট করেন। একদিকে ১ সপ্তাহ ধরে কোন যোগাযোগ না থাকায় পরিবারের লোকজন রয়েছেন চরম হতাশায় অপর দিকে সড়ক দূর্ঘটনার অনিশ্চিত সড়ক দূর্ঘটনার খবরে বাড়িতে চলছে মাতম। আবু তাহের নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। গত ১৪ অক্টোবর ফেসবুকে বিমানের ভিতর থেকে ৩টি ছবি সংযুক্ত একটি পোষ্ট করে আবু তাহের। পোষ্টে সে লিখে, ‘সময়ের কারণে কাউকে বলে আসা হয়নি।’ তার এই দূর্ঘটনার খবরকে কোন ভাবেই কেউ মেনে নিতে পারছেন না। Screenshot_20181029-135843


     এই বিভাগের আরো খবর