,

নবীগঞ্জে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান ও মেলা ২০১৮ সম্পন্ন

মোঃ আলী আরজদ :: ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংষ্কৃতিক অনুষ্ঠান ও মেলা- ২০১৮ উপলক্ষে সরকারের উন্নয়ন কর্মকান্ড চেতনায় উদ্ধুদ্ধ করার জন্য দেশের সকল উপজেলার ন্যায় নবীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বন্যাঢ্য একটি র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, পল্লী বিদ্যুতের ডিজি এম মোঃ আব্দুল বারী, সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ায, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুন নূর, মহিলা বিষয়ক কর্মকর্তা তারিনা বাসার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক খান, পঞ্চনন কুমার সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ নির্মল সূত্রধর, প্রভারকর প্রতিনিধি আমির হামজা, পরে বেলা ১২টায় উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমী মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও প্রজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

45010837_288523232001671_6732563370525851648_n

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আতাউল গনি ওসমানী, মুক্তিযোদ্ধের সংগঠক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু প্রমুখ। মেলায় মোট ২২টি স্টল ছিল। এগুলি হচ্ছে- উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস অফিস, উপজেলা শিক্ষা অফিস,  উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভ‚মি অফিস সমূহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বি.আর.ডি.বি) ও পল্লী জীবিকায়ন প্রকল্প (প্রজীপ) উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ইসলামী ফাউন্ডেশন, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী বিদ্যুৎ সমিতি। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিসহ অনুষ্ঠানস্থলে আসা সকল শ্রেণী পেশার লোকজন।


     এই বিভাগের আরো খবর