,

বিবিয়ানায় জব্দকৃত মালামালের মুল্যে নিয়ে ধুম্যজালের সৃষ্টি ॥ বালু উত্তোলন বন্ধ সরেজমিনে প্রতিবেদন

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জর বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় কুশিয়ারা নদী থেকে জব্দকৃত আপলোড মেশিন, ভিট কাদামাটি (বালু), টিনের বড় সিটের তৈরী পাইপ গত ৮ মার্চ রোববার নিলামে বিক্রি করা হয়েছে। মোট ৫৫জন দরদাতা প্রকাশ্যে নিলামে অংশ গ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে সুজাত চৌধুরী ২৮লক্ষ ২০হাজার টাকায় জব্দকৃত মালামাল ক্রয় করেন। সরেজমিনে উপস্থিতকালে স্থানীয় লোকজন জানান, জব্দকৃত মালামাল এর মুল্যে কয়েক কোটি টাকা হবে বলে যে প্রচার করা হচ্ছে, সেটা সঠিক নয়। জব্দকৃত বালু ভিট কাদামাটি। আপলোড মেশিন ও বড় টিনের সিট দিয়ে তৈরী পাইপ। এর সর্বোচ্চ মুল্যে হবে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। নাম প্রকাশে অনিচ্চু অনেকেই বলেন, অতিরঞ্জিতভাবে যে যেভাবে পারছেন প্রচার করছেন। নিলামের পর থেকে বর্তমানে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন বন্ধ রয়েছে বলে সরেজমিনে পরিদর্শনকালে জানা গেছে। উলেখ্য,গত ৩মার্চ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের নর্থ প্যাড এলাকায় হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৪০/৪৫ল ঘনফুট বালু, একটি ড্রেজার মেশিন (আপলোড মেশিন), সংযুক্ত বালু উত্তোলনের পাইপ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান, জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম। গত রোববার মাননীয় আদালতের আদেশের মাধ্যমে জব্দকৃত মালামাল নিলামের তারিখ ২টি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়া হয়। ৮মার্চ বিকেল ৩টার সময় কয়েক শত লোকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ৬টি লটে বালুর পরিমান নির্ধারন করেন প্রায় ৪১লক্ষ ঘনফুট। এর পরই নিলামের কার্য্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যািেজষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, দীঘলবাক ইইপি চেয়ারম্যান ছালিক মিয়া, ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ এস. আই. মোঃ জাহাঙ্গীর আলম, এস.আই. মোঃ করিম, হবিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার গৌরপ্রসাদ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মিলুু, কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ আহমদ আজাদ, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, চ্যানেল-এস নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী, উপজেরা স্বেচ্ছসেবক লীগের আহব্বায়ক আমিনুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের আহব্বায়ক আতাউর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক খালেদ আহমেদ, দলিল লিখক দেলোয়ার হোসেন চৌধুরী দিলাল, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাবেক কোষধক্ষ হেলাল আহমেদ, সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানকে জানান, জব্দকৃত বালু প্রকৃত বালু না। এগুলো কাদা মাটি। তাছাড়া যে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে সেটি হল আপলোড মেশিন। পাইপগুলোও লোহার পাইপ না। এগুলো টিনের বড় সিটের তৈরী। সুতরাং এর দাম হবে ৩০/৪০লক্ষ টাকা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় লোকদের বক্তব্যের পেক্ষিতে প্রকাশ্যে শত শত লোকের উপস্থিতিতে আপলোড মেশিন ৭লক্ষ টাকা, টিনের সিটের পাইপ ৫লক্ষ টাকা ও ৪১লক্ষ ঘনফুট ভিট বালুর বাজার মুল্যে ২২/২৩ লক্ষ টাকাসহ মোট ৩০/৪০লক্ষ টাকার মালামাল হবে বলে ধারনা করেন। যা পরবর্তীতে ২৮লক্ষ ২০হাজার টাকায় বিক্রি করা হয়। নিলাম অনুষ্ঠানে ৫৫জন অংশ গ্রহণ নিলামদাতা ফেরৎযোগ্য ১০হাজার টাকা করে জামানত দিয়ে নাম লিপিবদ্ধ করেন। নিলামের কার্যক্রম শুরু হয় বিকেল ৪টা থেকে। একটানা রাত ১০টা পর্যন্ত চলে নিলামের কার্য্যক্রম। ৫ লক্ষ ১টাকা থেকে ডাক শুরু করেন। এক এক করে সবাই দাম হাঁকেন। এক পর্যায়ে নিলামদাতারা ১৫লক্ষ টাকা ডাক দিয়ে ডাক বন্ধ করে দেন। পরে নির্বাহী কর্মকর্তা তাহার চুড়ান্ত প্রচেষ্টায় ২৮লক্ষ ২০হাজার টাকায় নিয়ে পৌছান। সর্বশেষ সর্বোচ্চ দরদাতা হিসেবে দীঘলবাক গ্রামের সুজাত চৌধুরী ২৮লক্ষ ২০হাজার টাকা বলার পর নিলামে আর কেউ অংশ না নেয়ায় জব্দকৃত মালামাল তিনিই ক্রয় করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে নিলামের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সুজাত চৌধুরীকে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত করেন । সাথে সাথে সুজাত চৌধুরী সব টাকা প্রশাসনের কাছে পরিশোধ করেন।


     এই বিভাগের আরো খবর