,

বানিজ্য মেলা ব্যতিত শহরে সকল মেলা বন্ধের দাবীতে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর সাথে ব্যবসায়ীবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ শহরে বানিজ্য মেলা ব্যতিত কোন প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তির স্বার্থে আয়োজিত সকল মেলা বন্ধের দাবীতে ‘হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সাথে মতবিনিময় সভা করেছেন শহরের সকল ব্যবসায়ীবৃন্দ। গতকাল সকাল ১১ টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, “প্রতি বছর বানিজ্য মন্ত্রনালয়ের নীতিমালা মোতাবেক ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে শহরে বানিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এতে শহরের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হলেও শহরের বৎসরে একটি মেলার প্রয়োজন রয়েছে বলে তারা তা মেনে নেন এবং সম্মতি দেন। কিন্তু ইদানিং কিছু সংগঠন ও প্রতিষ্ঠানের নামকরণে ব্যক্তি স্বার্থে হবিগঞ্জ শহরে মেলা আয়োজন করার পায়তারা করছে। শীঘ্রই আয়োজিত এসব মেলা বন্ধ করতে হবে, তা না হলে শহরের ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হবে এবং হুমকির মুখে পড়বে’ বলে তার মন্তব্য করেন। এ সময় নেতৃবৃন্দরা শহর এলাকায় নতুন করে যাতে কোন মেলার অনুমোদন না করা হয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন, কালীবাড়ি ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আহমেদ কবীর আজাদ, সাধারণ সম্পাদক রুপু দাশ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক মোঃ ইউনুছ মিয়া, সাবেক পরিচালক নাসির উদ্দিন, খাজা গার্ডেন মালিক সমিতির সভাপতি অলিউর রহমান অলি, রিজেন্সি মার্কেটের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাবুল, কোষাধ্যক্ষ মহিউদ্দিন শিপন, বিশ্বজিত বণিক, সুমন আহমেদ, বিকাশ রায়, নুপুর দাশ, মোঃ হাবীব, গাজীউর রহমান বিপ্লব, খালেদ আহমেদ, তোফাজ্জুল, সমর দাশসহ আশরাফ জাহান, রূপালী ম্যানশন, আমির চান, খাজা গার্ডেন, রিজেন্সি, রওশন রেজা ও কালীবাড়ি ব্যবসায়ীবৃন্দসহ শহরের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর