,

নবীগঞ্জের দেবপাড়ায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন মিলাদ গাজী

মোঃ আলী আরজদ :: নবীগঞ্জ উপজেলার  ১০নং ইউনিয়নের দেবপাড়া গ্রামের ২শ ২৫ পরিবারের মধ্যে ৩২ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মরহুম দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা শাহ নেওয়াজ মিলাদ গাজী। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার সাথে সাথেই ঘোষনা দিয়েছিলেন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌচ্ছে দেওয়া হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ দেশের বিদ্যুৎতায়নের ক্ষেত্রে এত দূর এগুতে পেরেছে। বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে মানুষের চাহিদাও বাড়বে এ কথা মাথায় রেখে আওয়ামীলীগ সরকার ৩ হাজার মেগা ওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগা ওয়াটে নিয়ে আসতে সম হয়েছে।  শুধু বিদ্যুৎ সেক্টরে নয় প্রত্যেকটি ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন হয়েছে। তাই আমি বলবো নৌকার সাথে থাকুন বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখুন। গত মঙ্গলবার বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে দেবপাড়া গ্রামে  গাজী বাড়ি মাঠে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী সভার আয়োজন করা হয় যুবলীগ নেতা মুহিবুর রহমান রুকত এর  পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা জাপার সভাপতি শাহ আবুল খায়ের, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ রুহুল আমিন, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. মাছুম আহমদ জাবেদ, উপজেলা জাপার সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, গিয়াস উদ্দিন, মৌলদ হোসেন, কমলা মিয়া, রুবেল আহমদ, আব্দুল বারিক, নেছার মিয়া, আমিনুল হক, হারুন খান, লিটন মিয়া, আব্দুল হান্নান, নফল মিয়া, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমদ, আয়তুন মিয়া, দেওয়ান জাবেদ আহমদ, আজিজুর রহমান, আজাদ মিয়া, আবুল হোসেন লাল, জুনেদ মিয়া, শ্রমিকলীগ নেতা দিলশাদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার কবির, লিটন আহমদ, নুরুল আহমদ রিয়ান, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নজির মিয়া এছাড়াও আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। মোনাজাতের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী।


     এই বিভাগের আরো খবর