,

লাখাইয়ে আইনজীবী ও সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামী জুয়েলের জামিন নামঞ্জুর

সংবাদদাতা :: লাখাইয়ে এড. মাসুদ করিম আখনজী তাপস ও সাংবাদিক এসএম সুরুজ আলীকে পিকআপ ভ্যান চাপা দিয়ে হত্যাচেষ্টা মামলার আসামী জুয়েল মিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সকালে হবিগঞ্জের জেলা দায়রা জজ আদালতে জুয়েলের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। আসামীপক্ষের আসামী জুয়েল জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক জুয়েলের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপূর্বে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহান এর আদালতে জুয়েলের জামিনের আবেদন কয়েকবার নামঞ্জুর করা হয়। এ প্রেক্ষিতে তার আইনজীবি জেলা দায়রা জজ আদালতে জুয়েলের জামিনের আবেদন করেন। এ আদালতের তার জামিন না মঞ্জুর করা হয়। শুনানীতে বাদীপক্ষে অংশ নেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. সফিকুল ইসলাম, পিপি এড. সিরাজুল হক চৌধুরী, এড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এড. নুরুজ্জামান, এড. তাজ উদ্দিন সুফিসহ প্রায় অর্ধশত আইনজীবী। অপর দিকে এড. ফারুক, এড. মিজবাহুল আলম উজ্জল, এড. মোঃ শাহজাহান। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাফিকুল ইসলাম। এদিকে এড. মাসুদ করিম আখনজী তাপস ও সাংবাদিক এসএম সুরুজ আলী উপর হামলার ঘটনার দুই মাস পার হয়ে গেলেও মামলার প্রধান আসামী খায়রুল ইসলাম হিরো ওরপে আবুল খায়ের হিরোকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে বাদী ন্যায় বিচার পাওয়ার সংকিত হয়ে অবিলম্বে হিরোকে গ্রেফতারের দাবি জানান। তবে পুলিশ জানিয়েছে হিরোকে গ্রেফতারের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর