,

স্বর্গীয় পরিমল দাশ গুপ্ত (মাস্টার) স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে নবীগঞ্জে শিক্ষা-বৃত্তি প্রদানের জন্য প্রতিযোগিতা মূলক পরীক্ষা অনুষ্ঠিত

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার স্বর্গীয় পরিমল দাশ গুপ্ত (মাস্টার) স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে শিক্ষা-বৃত্তি প্রদানের জন্য প্রতিযোগিতা মূলক ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে সোনাপুর-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর-সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল, আমড়াখাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়, এস.এন.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা।

WhatsApp Image 2018-11-02 at 2.01.14 PM

এতে উপস্থিত ছিলেন, স্বর্গীয় পরিমল দাশ গুপ্ত (মাস্টার) স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ দাশ গুপ্ত, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ও স্বর্গীয় পরিমল দাশ গুপ্ত (মাস্টার) স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক অনুজ কান্তি দাশ, হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্তা রানী সরকার, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী দাশ, বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ পদ দাশ তালুকদার, আব্দুল কাদির, রাীতেশ চন্দ্র দাশ, চর-সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিভা রানী সরকার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা দিলীপ তালুকদার, মহিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি  কামনাশেষ দাশ, সাধারণ সম্পাদক আল-আমীন আহমেদ সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কানন দাশ, ঢাকা আদ্ব-দীন হসপিটালের সহকারী ম্যানেজার রাজেশ চন্দ্র দাশ, নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শিবু চক্রবর্ত্তী প্রমূখ।


     এই বিভাগের আরো খবর