,

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে রানীনগর গ্রাম!

শাহ এসএম ফরিদ :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের ইউনিয়নের রানীনগর গ্রামে কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, কৃষিজমিসহ বিভিন্ন স্থাপনা। কৃষিজমি হারিয়ে নিঃস্ব গ্রামবাসী। এই নদী ভাঙ্গন রোধে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী। কুশিয়ারার তীরে দাঁড়িয়ে এ শঙ্কায় তাইতো কোনই কুল কিনারা করতে পারছেন না স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহ্যবাহী প্রাচীন রানীগঞ্জ বাজারের পাশের গ্রাম রানীনগর। পাইলগাঁও ইউনিয়ন ও রানীগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী গ্রাম যে গ্রাম দুইটি ইউনিয়নের সেতু বন্ধন হিসেবে কাজ করে। গত দুই বছর আগে সুনামগঞ্জবাসীর স্বপ্নের সেতু কুশিয়ারা ব্রীজের জন্য নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করার পর এই গ্রামে নতুন করে ভাঙ্গন দেখা দেয়। যাহা আস্তে আস্তে পুরো গ্রামকে যেন নদী গিলে ফেলতে চাচ্ছে। গ্রামের বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, কুশিয়ারা নদীর পলি মাটি দিয়ে গঠিত রানীনগর গ্রামটিতে বিভিন্ন এলাকা থেকে বুকভরা আশা নিয়ে লোকজন বহু টাকা খরচ করে বাড়ী ঘর নির্মাণ করেছেন। কিন্তু হঠাৎ করে নদী ভাঙ্গন দেখা দেওয়ায় তাদের আশা নিরাশায় পরিনত হয়েছে। আমরা প্রতিদিনই নদী ভাঙ্গনের ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে যাচ্ছি। নদী ভাঙ্গনের ফলে মৌলিক অধিকারের নিশ্চয়তা চরমভাবে উপেতি হচ্ছে। গ্রামবাসীরা সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, নদী ভাঙ্গন সমস্যার সমাধান কল্পে পানি সম্পদ মন্ত্রণালয় ও প্রধান মন্ত্রীর হস্তপে কামনা করছি।


     এই বিভাগের আরো খবর