,

বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ার জের ধরে ফের সংঘর্ষ । মহিলাসহ আহত ৫

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার গুনই গ্রামে পাওনা টাকা চাওয়ার জের ধরে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত অতিউর উল্লার পুত্র সাবেক মেম্বার আকবর উল্লার সাথে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে চলে আসছিল একই এলাকার মৃত রাজা মিয়ার পুত্র ছায়েদ আলীর। গত ১০ দিন পূর্বে ছায়েদ আলীর ভাতিজা আশিকুর রহমানের কাছ থেকে ৫শত টাকা ধার নেয় আকবর উল্লার পুত্র আলামিন। সোমবার সকালে আশিকুর রহমান পাওনা টাকা খুজতে যায় আলামিনের কাছে। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে গত সোমবার বিকেলে আকবর উল্লা ও তার লোকজন প্তি হয়ে ছায়েদ মিয়াদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালায়। এতে সংঘর্ষ হয। গুরতর টেটাবিদ্ব রুবেল (৩০) সফর উদ্দিন (২৫) ছালেক মিয়া ((৫০)রহমান (৫৫)ছানু মিয়া, ছায়েদ আলী(৪৫)সহ ২০জন আহত হয়। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে এনে ভর্তিও প্রাথমিক চিকিৎসা করায়। সংঘর্ষের পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে আকবর উল্লার মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছায়েদ আলীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর