,

গুনীজনদের সম্মান করলে নিজেরাই সম্মানিত হয় -অভিনেতা ইলিয়াছ কাঞ্চনের সম্বর্ধনা সভায় বক্তারা

মতিয়ার চৌধুরী, লন্ডন :: গুণীজনদের সম্মান করলে নিজেরাই সম্মানীত হয়, প্রখাত চিত্রাভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্টাতা প্রেসিডেন্ট ইলিয়াছ কাঞ্চনের সম্বর্ধনা সভায় এমন্তব্য করেন বৃটেনের মেইনষ্ট্রীম পলিটিশিয়ান অধ্যাপক আফজাল সৈয়দ মুন্না, তিনি মহান একুশ পদকের বিভিন্ন দিক তুলে ধরে বলেন রাষ্ট্রীয় এই পদকটির গুরুত্ম অপরিসীম। নিসচা‘র  ফাউন্ডার প্রেসিডেন্ট অভিনেতা ইলিয়াছ কাঞ্চন সমাজ সেবায় বিশেষ অবদানের জন্যে এবছর একুশ পদক লাভ করায়  যুক্তরাজ্য শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা) এ সম্বর্ধনার আয়োজন করে। যুক্তরাজ্য শাখা নিসচার সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী যুবনেতা আমিনুল হক জিলুর সঞ্চালনায় অনুষ্টিত সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাাখার সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, অভিনেত্রী রোজিনা, কাউন্সিলার ছাদ চৌধরী, কাউন্সিলার মাহফুজুর রহমান, বিশিষ্ট রাজনীতিক তারিফ আহমদ অধ্যাপক আফজাল সৈয়দ মুন্না। সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ তাজির উদ্দিন মন্নান, শাহ শামীম আহমদ, আ. স. ম ািমসবাহ, মেহের নিগার চৌধুরী, হোসনেয়ারা মতিন, রুবি হক, প্রমুখ। সভার শুরুতে যুক্তরাজ্য নিসচা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরন করা হয়। সম্বর্ধনার জবাবে অভিনেতা ইলিয়াছ কাঞ্চন বলেন নিরাপদ সড়কের দাবীতে এই আন্দোল শুরু করেছি , আজও শেষ হয়নি, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা নিরাপদ সড়কের দাবীতে অন্দোলন চালিয়ে যাচ্ছি, একাজটিকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি, প্রয়োজন আপনাদের সকলের সহযোগীতা। এসময় আয়োজক যুক্তরাজ্য নিসচা লাইফ মেম্বার সংগ্রহ করার ঘোষনা দেন এবং কাজের অগ্রগতি তথা বিভিন্ন প্রজেক্টের জন্যে  সাহায্যের আহবান জানালে অনেই তাদের আবেদনে সাড়া দেন, উপস্থিতদের মধ্য থেকে তাৎক্ষনিক ভাবে ৩০জন লাইফ মেম্বার হন অনেকেই প্রকল্পকে এগিয়ে নিতে সাহায্যের প্রতিশ্রোতি দেন।


     এই বিভাগের আরো খবর