,

গ্যালারিতে বসে ক্যাচ ধরায় ১ মিলিয়ন ডলার পকেটে!

সময় ডেস্ক ॥ ব্যাটসম্যানদের উড়িয়ে মারা বল গ্যালারিতে বসে এক হাতে ক্যাচ ধরে ১ মিলিয়ন ডলার পকেটে ভরলেন এক ক্রিকেট সমর্থক। চলতি বিশ্বকাপে পুল ‘এ’ র বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে বসে ক্যাচ ধরেন এক সমর্থক। ফলে পঞ্চমবারের মত কোন সমর্থক এক হাতে ক্যাচ ধরে ১ মিলিয়ন ডলার পকেটে ভরলেন। টুর্নামেন্ট শুরুর আগেই সমর্থকদের জন্য নিউজিল্যান্ডের মাঠে ‘টুই ক্যাচ মিলিয়ন’ নামে একটি অফার চালু করা হয়। প্রচারণার জন্য নির্দিষ্ট টি-শার্ট পড়া সমর্থকরা গ্যালারিতে বসে এক হাতে ক্যাচ ধরলেই ১ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে, এমন নিয়ম করা হয়। তাই নির্দিষ্ট টি-শার্ট পড়ে প্রতি ম্যাচেই বেশ কিছু সমর্থক গ্যালারিতে উপস্থিত থাকেন। তাতে সৌভাগ্যবান হিসেবে ইতোমধ্যে পাঁচজন এক হাতে ক্যাচ ধরে ১ মিলিয়ন ডলার জয়ের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন। হ্যামিল্টনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে পঞ্চম সমর্থক হিসেবে নাম লেখান এক সমর্থক। নিউজিল্যান্ড ইনিংসের ৪৮তম ওভারের প্রথম বলে বাংলাদেশের স্পিনার নাসির হোসেনের বল মিড-অফ দিয়ে ছক্কা হাকান কিউই ব্যাটসম্যান কোরি এন্ডারসন। সেই বল উড়ে যায় গ্যালারির দিকে। আর তা এক হাতে তালুবন্দি করেন কমলা রং-এর টি-শার্ট পড়া এক সমর্থক। আর তাতেই ১ মিলিয়ন ডলার জয়ের তালিকায় নিজের নাম তুলেন ঐ সমর্থক। ঐ সমর্থকের নাম না জানা গেলেও, প্রথম চারজনের নাম হলো পজমি গফ, ট্রাভিস কমিটি, সুঞ্জয় গান্ডা ও সাজ্জাদ আহমেদ।


     এই বিভাগের আরো খবর