,

নবীগঞ্জে ২ দিন ব্যাপী পাঠশালা উৎসবের সমাপ্তি

সংবাদদাতা :: নবীগঞ্জে রিলেশন টু পিপল সমাজ কল্যান সংস্থা কর্তৃক পরিচালিত পাঠশালা ফ্রি স্কুলে গত ২ নভেম্বর এবং ৯ নভেম্বর ব্যাপী চলে পাঠশালা উৎসব। রিলেশন টু পিপল- এর ১৫জন স্বেচ্ছাসেবী শিক্ষক দ্বারা পরিচালিত এই স্কুলে জানুয়ারি থেকে ৫ম, ৮ম ও ৯ম-১০ শ্রেণির প্রায় ৩শতাধিক শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামুল্যে কোচিং সেবা দেয়া হয়। কোচিং এর সমাপনী ঘোষণা করার আগে ২দিন ব্যাপী পাঠশালা উৎসবের আয়োজন করে নবীগঞ্জের এই তরুন সংগঠন। ১ম দিন ছাত্রছাত্রীদের রঙিন কাগজে প্রতিজ্ঞাবাক্য লিখা, গান, ছড়া, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং ২য় দিনে শপথবাক্য পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ২দিন ব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘোষণা করেন রিলেশন টু পিপল এর সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপন। কোচিং বানিজ্যকে মূল থেকে উপড়ে ফেলার উদ্দেশ্যে এবছরের জানুয়ারিতে এই ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সদ্য জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০১৮ জয়ী দেশ সেরা এই সামাজিক সংগঠন।


     এই বিভাগের আরো খবর