,

বানিয়াচংয়ে প্রবাসীর হত্যার ঘটনায় মামলা দায়ের

জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে প্রবাসী স্ত্রী মিনারা খাতুন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাকে হারিয়ে ৬ সন্তান এখন মানবেতর জীবনযাপন করছে। গত ৬ই নভেম্বর নিহত মিনারা ও প্রবাসী আব্দুর রহিমের পুত্র হাফেজ সাইফুর রহমান বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত বেশ কয়েক জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রভাবশালী আসামীরা বিভিন্ন ভাবে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিনারা নিহত হওয়ার পর থেকে তার ছোট ছোট শিশুরা মাকে হারিয়ে মা মা বলে রাস্তার দিকে থাকিয়ে আছে কখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসবে। শিশুরা আজও জানে না তাদের মা আর কোনদিন আর ফিরে আসবে না। তাদের বৃদ্ধ দাদা আব্দুল জলিল সাইফুর রহমান (১৭), সুমী বেগম (১২), রুমি (১০), প্রতিবন্ধি ফেরদৌস (৮), মতিউর রহমান (৬), মুন্নি (দেড় বছর) শিশুদেরকে নিয়ে একদিকে পড়েছেন বিপাকে অপরদিকে লালন পালন করতে হিমশিম খাচ্ছেন। এছাড়া আসামীরা মামালাটি তুলে নেয়ার জন্য ক্রমাগতভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। প্রসঙ্গ, গত ৩ নভেম্বর পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ নূর বাদাল, আব্দুস শহীদ, ফয়সাল ও মিজানুর রহমানসহ অর্ধশতাধিক লোক মিনারার বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় মিনার প্রতিবাদ করলে তাকে টেটা দিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরতর আহত হলে সদর হাসপাতাল নিয়ে আসা হয। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


     এই বিভাগের আরো খবর