,

জীবন যেখানে ক্ষণস্থায়ী ক্ষমতা সেখানে চিরস্থায়ী হয় কিভাবে

হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জি.কে গউছ

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেছেন, জীবন যেখানে ক্ষণস্থায়ী ক্ষমতা সেখানে চিরস্থায়ী হয় কিভাবে। তিনি বলেন হবিগঞ্জ পৌরবাসী আমাকে যে মূল্যায়ন করেছেন আমি আজীবন আমার শ্রম ও মেধা দিয়ে তাদের ঋণ পরিশোধের চেষ্টা করব। হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার সাধ্যমত আমি হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়নে ভূমিকা রাখছি। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হলেও কেউ আমার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি। হবিগঞ্জ পৌরসভায় আমি প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। অত্যন্ত স্বচ্ছতার সাথে আমি এ কাজ সম্পাদন করার কারণে কেউ কোন অভিযোগ তুলতে পারেননি। আমি শতভাগ আইন মেনে কাজ করার চেষ্টা করি। এতে কোন আপোষ করিনি। তিনি বলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব। গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সদস্যসহ শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোস্তাক আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, আলহাজ্ব শামীম আহছান, এডভোকেট রুহুল হাসান শরীফ, মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, মোহাম্মাদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, বারেক লস্কর, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, এমএ হালিম, রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী প্রমূখ সাংবাদিক নেতৃবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রউফ সেলিম। বক্তারা প্রেসক্লাব উন্নয়নে পৌর মেয়রের অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও ক্লাব উন্নয়নে তার বলিষ্ঠ ভ‚মিকা থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন। পরে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোস্তাক আহমেদ প্রেসক্লাবে সাংবাদিকদের বিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর