,

শনি ও বৃহস্পতিতে পানির সন্ধান!

সময় ডেস্ক ॥ চলতি সপ্তাহে নেচার নামক পত্রিকায় মহাকাশ বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, শনির উপগ্রহ এনসেলাডাসে বেশ কিছু হাইড্রো থার্মাল ছিদ্র পাওয়া গেছে। আর এতে গবেষণায় দেখা গেছে, এনসেলাডাসের প্রকোষ্ঠগুলোর তাপমাত্রা কিছু কিছু জায়গায় ১৯৪ ডিগ্রি ফ্যারেনহাইট বা ৯০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এই গবেষণা যদি শেষ পর্যন্ত সফল হয়, তাহলে বিপ্লব দেখা দেবে। কেননা পৃথিবীর পর একমাত্র এনসেলাডাসেই এমন অংশ রয়েছে, যেখানে অনবরত পাথরের সঙ্গে উত্তপ্ত জলরাশির রাসায়নিক বিক্রিয়া হয়ে চলেছে। গবেষকরা মনে করছেন, এমনটা হলে পৃথিবীর পর সৌরম-লের মধ্যে একমাত্র বাসযোগ্য স্থান হবে এনসেলাডাস। কোলারাডো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ফর অ্যাটমসফেরিক অ্যান্ড স্পেস ফিজিক্স-এর এক বিজ্ঞানী বলেন, এখানে সবচয়ে আশ্চর্য্যের বিষয় হল, এনসেলাডাসের তাপমাত্রা। মনে করা হচ্ছে, জীবনের উপযোগী তাপমাত্রা, পানি এবং অর্গানিক মলিকিউল রয়েছে এনসেলাডাস-এ। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। সম্প্রতি আরও একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে দ্য জার্নাল অব জিওফিজিকাল রিসার্চ: স্পেস ফিজিক্স-এ। এখানে মহাকাশ বিজ্ঞানীদের আরেকটি দল জানিয়েছে, বৃহস্পতি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমেড-এ বরফের নীচে সমুদ্রের খোঁজ পাওয়া গেছে। এই তথ্য পেতে সাহায্য করেছে হাবল স্পেস টেলিস্কোপ, এমনটাই জানিয়েছেন জার্মানির কোলোন বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্সের অধ্যাপক জোয়াচিম সাওর।


     এই বিভাগের আরো খবর