,

বাহুবলে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত ॥ আহত ৪ বিক্ষুব্ধ জনতার ঢাকা-সিলেট মহা-সড়ক অবরোধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহা-সড়কের পাশে বালু বোঝাইরত ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে সিএনজি টেক্সী ধুমড়েমুচড়ে এক যাত্রী নিহত ও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে প্রায় এক ঘন্টা   মহা-সড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামের নিকট নদী ব্রিক্স ফিল্ডের কাছে রাস্তার পাশে একটি ট্রাক্টরে বালু বোঝাই চলছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ট্রাক্টরের পেছনে পুটিজুরীগামী একটি সিএনজি টেক্সী ধাক্কা দেয়। এতে সিএনজি টেক্সীটি ধুমড়েমুচড়ে যায়। এসময় সি.এনজি যাত্রী উপজেলার দীঘিরপাড় গ্রামের হারুনুর রশিদ (৫০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দৌলতপুর গ্রামের আব্দুল হামিদ-এর পুত্র সিএনজি টেক্সী চালক সুমন (২৫), নবীগঞ্জের জালালসাপ গ্রামের মুশাহিদ এলাহী (৪৫), চকহায়দর গ্রামের উজ্জল (২২) ও বাহুবলের পুটিজুরীস্থ দ্যা প্যালেস লাক্সারী রিসোর্ট-এর আইটি বিভাগের কর্মী রিপন সিং (৩০)। এর মধ্যে চালক সুমন ও মুশাহিদ এলাহীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, উজ্জ্বলকে হবিগঞ্জ ও রিপন সিংকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার সম্ভুপুর থেকে বাহুবল সদর পর্যন্ত রাস্তার একপার্শ্ব বালু ব্যবসায়ীরা দখল করে ফসরা সাজিয়ে রেখেছেন। এতে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘিœত হলেও কর্তৃপক্ষ নির্বিকার। ফলে বালু বোঝাইকালে অথবা বালুর স্থপে বাঁধাগ্রস্থ হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানী ও আঙ্গহানী হচ্ছে পথচারী ও যাত্রী সাধারণে। অতি সম্প্রতি রাস্তার পার্শ্বে বালু স্তুপের কারণে পৃথক দুর্ঘটনায় এক কিশোর ও এক মহিলার মৃত্যু হয়েছে।


     এই বিভাগের আরো খবর