,

নবীগঞ্জ পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

শাহ সুলতান আহমেদ :: নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত বিরোধ ও মামলা সংক্রান্ত বিরোধ নিয়ে এসব সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। এতে আহতরা হলেন- চরগাঁও গ্রামের চরিত্র দেব নাথের স্ত্রী সাবিত্রী দেবী (৫০), রাজাবাদ গ্রামের রশিদ আলীর স্ত্রী বদরুন্নেছা (৩৫), সোনারু গ্রামের মন্সুর আলীর স্ত্রী রহিমা বেগম (৩৫), ইব্রাহীম আলীর পুত্র হাবিবুর রহমান (৪০), আদিত্য পুর গ্রামের নিখিল পাল এর স্ত্রী শিবানী পাল (৪০), সালামত পুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী মুক্তা (২৬), আদিত্য পুর গ্রামের কাওছার মিয়ার পুত্র রাব্বি (১০), করগাঁও গ্রামের হিরন মিয়ার পুত্র আবু ছালেক (১৮), মোঃ মগল মিয়ার স্ত্রী জাসমিন বেগম (২৫), পাঞ্জারাই গ্রামের লেবু মিয়ার কন্যা রিপা আক্তার (১০), রমজান পুর গ্রামের উপেন্দ্র সরকারের পুত্র পবিত্র সরকার (৩৪), দত্তগ্রামের মৃত সফর মিয়ার স্ত্রী শিরিয়া বেগম (৩৫), আব্দুল রশিদের পুত্র আব্দুল কদ্দুস (৩০), বাদশা মিয়া (২৩), সজলু মিয়ার পুত্র নুরুল ইসলাম (১২), হাবিবুর রহমানের পুত্র হাফিজুর রহমান (২৩), ও তোফায়েল আহমদ (১৭), মৃত ইন্তাজ উল্লার পুত্র হাবিবুর রহমান (৬০), আকামত আলীর পুত্র রহমত আলী(২৮), নোয়াগাঁও গ্রামের মৃত অজুদ মিয়ার পুত্র বাছিত মিয়া (৩৪), মুজিবুর রহমানের পুত্র মিলাদুর রহমান (১৮), দত্তগ্রামের আকামত আলীর পুত্র আজমত আলী (৩০), হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৪৫), শিবপাশা গ্রামের মৃত কৃতিশ সুত্রধর এর স্ত্রী বিমলা রাণী সুত্রধর (৭০), হালিতলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী আখলিমা বেগম (৩০), শিবপাশা গ্রামের অভি দাশ (২৪), চাঁনপুর গ্রামের মৃত আনিছ উল্লার পুত্র ছাবু (৪০), গজনাই পুর গ্রামের মৃত জরিফ উল্লার পুত্র আলী হোসেন (৬০), করগাঁও গ্রামের মৃত আঃ রহিমের পুত্র এলকাছ মিয়া (৩৫), গৌছ মিয়ার স্ত্রী জায়দা বেগম (২৫), সোনারু গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রুপজান বিবি (৩৪)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর