,

হবিগঞ্জে হিজড়াদের মারপিটের ঘটনায় আদালতে চার্জশীট দাখিল

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরে বেবীস্ট্যান্ড এলাকায় সুজনী বেগম হিজড়াকে বেধড়ক মারপিট ও লুটপাটের ঘটনায় আসামীদেরকে হিজড়াকে আখ্যায়িত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। এ ঘটনায় হিজড়াদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত ১১ নভেম্বর উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এ চার্জশীট দাখিল করেন। বাদীর অভিযোগ ও মামলার বিররণে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের বেবীষ্ট্যান্ড এলাকায় মোহনপুর এলাকার বাসিন্দা ছায়েদ আলীর সন্তান সুজেনা বেগম হিজড়াকে তুচ্ছ ঘটনা নিয়ে ফায়ার সার্ভিস রোড এলাকার মৃত দিদার আলীর পুত্র আরব আলী সুমন (৪০), একই এলাকার আমিন উল্লার পুত্র জানু মিয়া (২৫), জাহের আলীর পুত্র মুনছুর আহমেদ (২৫), বহুলা গ্রামের মৃত বাবর আলীর পুত্র কাজল মিয়া (৩৫), মৃত দিদার আলীর পুত্র ছোরাব আলী (২৫) তাকে মারপিট করে গুরুতর জখম করত হত্যার চেষ্টা করে। এমনকি তার কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। ২ সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য হয়। এ ঘটনায় সুজেনা বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা বাদীর এমসি সংগ্রহ করে এবং সরেজমিনে তদন্ত করে স্বাক্ষী প্রমাণ পাওয়ার পরও আসামীগণ দ্বারা বষিভূত হয়ে আসামীগণকে হিজড়া আখ্যায়িত করে তার মনগড়া মতে দার্জশীট দাখিল করে। মূলত আসামীরা হিড়জা না, তাদেরকে হিড়জা বানিয়ে এই চার্জশীট দাখিল করা হয়। প্রকৃতপক্ষে তারা স্বাভাবিক পুরুষ এবং তাদের স্ত্রী, সন্তান রয়েছে বলেও বাদী অভিযোগ করেন। এই মামলা দায়ের করার পর আসামীরা দলবল নিয়ে বাদীকে বিভিন্ন স্থানে মামলাটি তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনা নিয়ে হিজড়াদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর