,

নবীগঞ্জে ফুটার মাটি এ ওয়ান যুব সমবায় সমিতি লিঃ কর্তৃক এ.টি.এন বাংলা ইউ.কে’র সাংবাদিক সুমনকে সংবর্ধনা

মুরাদ আহমেদ (বিশেষ প্রতিনিধি) ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি এ ওয়ান যুব সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে এ টি এন বাংলা ইউ.কে’র সিনিয়র সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনকে এক সংবর্ধনা ও টিউবওয়েল বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে ফুটার মাটি এ ওয়ান যুব সমবায় সমিতি লিঃ এর অস্থায়ী কার্যালয় মরহুম হাজী আতাউর রহমান চৌধুরী’র বাড়ীতে এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। মানবাধিকার নেতা খলকু আহমদ চৌধুরী’র সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত পাঠ করেন মাওলানা জালাল উদ্দিন। আয়োজিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফুটার মাটি এ ওয়ান যুব সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা সদস্য ডাঃ অখিল চন্দ্র সূত্রধর। উক্ত সংবর্ধনা সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস ইউ.কে’র ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন যুক্তরাজ্যে সাংবাদিকতার পেশায় বাংলাদশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা সহ তাঁর কর্মকান্ডে সিলেটবাসীকে গর্বিত করছেন। তাঁকে হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংবর্ধিত ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন তাঁকে দেয়া সংবর্ধনা সভায় তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্য প্রবাসে- বাংলা ও বাঙ্গাঁলী সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই সাংবাদিকতার মূল লক্ষ্য উদ্দেশ্য। বস্তনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করা সম্ভব। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, শীঘ্রই এ টি এন বাংলা ইউ কে.তে আসছে সিলেটের সংবাদ। নবীগঞ্জ বাসীর সঙ্গেঁ এ.টি.এন বাংলা যোগ সূত্র স্থাপনে দৃঢ় প্রত্যয়ী এবং এ.টি.এন বাংলার ইউ.কে’র সি.ই.ও হাফিজ আলম বক্সের পক্ষ থেকে হবিগঞ্জ বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফরিপোটার এম.এ বাছিত, দৈনিক হবিগঞ্জ সময় এর বিশেষ প্রতিনিধি মুরাদ আহমদ। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে-বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তুলে ধরায় সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলাম সুমনকে আন্তরিক শুভেচ্চা ও অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুটার মাটি এ ওয়ান যুব সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা সদস্য ও এলাকার বিশিষ্ট আজিজুল হক চৌধুরী, সমিতির সহ-সভাপতি মোঃ ইসমাইল মিয়া, নবীগঞ্জ এন.টিভি’র প্রতিনিধি ও সমিতির সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, আমির হোসেন, আব্দুল বাচিত, শান্তি মিয়া, রিপন মিয়া, জামাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ফুটারমাটি এ ওয়ান যুব সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এন.টিভির নর্থ-নর্থ ওয়েস্ট এন্ড মিডল্যান্ড বুরে‌্যা প্রধান ইউ.কে’র ফারছু আহমেদ চৌধুরী’র সার্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা ও টিউবওয়েল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।


     এই বিভাগের আরো খবর