,

এইডস ঝুঁকিতে ২৩ জেলা

সময় ডেস্ক :: দেশের ২৩টি জেলা বেশি এইডস ঝুঁকিতে রয়েছে। মোট এইডস আক্রান্ত রোগীর মধ্যে ৩০০ শিশু এই রোগে আক্রান্ত। ১৯৮৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫ হাজার ৫৮৬ জনকে এইচআইভি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৯২৪ জন। বাংলাদেশে মাসে একজন এইডস আক্রান্ত রোগীর পেছনে সরকারের খরচ ৬ থেকে ১৪ হাজার টাকা। গত বছর ৮৬৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশই মাইগ্রেন্ট কর্মী। গতকাল রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মশালায় লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সামিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন। যেসব জেলা এইডস-এর ঝুঁকিতে এগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, যশোর, ও সাতক্ষীরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার ডাক্তার আখতারুজ্জামান।


     এই বিভাগের আরো খবর