,

আগাম প্রচার সামগ্রী সরানো না হলে জরিমানা: ইসি

সময় ডেস্ক :: জাতীয় নির্বাচন উপলক্ষে আগাম প্রচার সামগ্রী যারা সরাননি, তাদের জরিমানা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সহায়তায় আগাম প্রচার সামগ্রী সরানো হবে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। ইসির নির্দেশনা অনুযায়ী, গত রোববার ছিল নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর শেষ দিন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক জায়গার এসব সামগ্রী সরানো হয়নি। এ বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আগাম নির্বাচনী পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার জন্য নিজ খরচে সংশ্নিষ্টদের বলেছিলাম। রোববার ছিল শেষ দিন। যারা এখনও সরাননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরেকটি নির্দেশনা জারি করা হবে। নির্দেশনায় কী বলা হবে- জানতে চাইলে সচিব বলেন, যারা পোস্টার-ব্যানার সরাননি, গতকাল  (সোমবার) থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের সহায়তায় এগুলো নামিয়ে ফেলা হবে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে জরিমানা করতে নির্দেশনা দেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর