,

মাধবপুরে আউলিয়াবাদ আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুর উপজেলার আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ সুত্রে জানা যায়, আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয় থেকে নিবাচর্নী পরীক্ষায় (এসএসসি) ২৭৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এর মধ্যে প্রধান শিক্ষক সৈয়দ আসাদ্দুজামান ৮৪ জনকে চূড়ান্ত পরীক্ষার জন্য অনুমতি প্রদান করেন। যারা ১/২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন তাদের কে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহন করার অনুমতি দিচ্ছেন না। ওই সব শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষার খাতা দেখতে চাইলে প্রধান শিক্ষক প্রতি খাতা দেখতে হলে ১ হাজার টাকা করে দাবি করেন। টাকা না দিলে চূড়ান্ত পরীক্ষায় (এসএসসি) পরীক্ষায় অংশ গ্রহন করতে দিবেন  না। এ ব্যাপারে শিক্ষার্থীরা গত ১৮ নভেম্বর মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকতার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আসাদ্দুজ্জামানের সঙ্গে মুঠাফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এবারের পরীক্ষার্থী ছিল ২৭০ জন। এর মধ্যে নিয়মিত পাশ করেছে ৪৩ জন, পুরাতন নতুনসহ ১০৫ জনকে ফরম পুরনের অনুমতি দেওয়া হয়েছে। টাকা দাবি করার যে অভিযোগ টি আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তিনি শুনেছেন। বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন শিক্ষার্থীদের খাতা গুলো পূনঃরায় দেখার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর