,

বিতর্কিত ভূমিকা এড়িয়ে দায়িত্ব পালন করুন-ইসি মাহবুব

সময় ডেস্ক :: গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ওঠা বিতর্কিত ভূমিকা এড়িয়ে আগামী জাতীয় নির্বাচনে তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা সম্ভব নয়। এতে পুলিশের একটা বিরাট ভূমিকা রয়েছে। পুলিশ যদি সবার প্রতি সমান আচরণ করে তাহলে সেটা সম্ভব হতে পারে। দুই মাস ধরে পুলিশ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং জিজ্ঞাসাবাদ করছে। এসব কর্মকান্ডকে কী উদ্দেশ্যে করছে, তা রহস্যজনক। তিনি আরো বলেন, এগুলো মনে করিয়ে দেওয়ার অর্থ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে অনুরূপ সমস্যার সৃষ্টি না হয়, তা খেয়াল রাখা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যের কর্মকান্ডে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ‘স্বরূপ সন্ধান’ শিরোনামে একটি প্রতিবেদন তিনি সিইসির কাছে দিয়েছিলেন বলে জানান। তবে তা আলোর মুখ দেখেনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পরপর অনুষ্ঠিত হয় কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচন। সুনামের সঙ্গে তা উতরে গেছি। পরে যে পাঁচটি সিটি নির্বাচন হয়, তার অভিজ্ঞতা ছিল ভিন্ন।’ তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রেই রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসরণ করেননি। তবে বড় ইতিবাচক দিক হলো এসব নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি। ভোটকেন্দ্রগুলোতে মোটামুটি শান্তি বজায় ছিল। সেসব বিবেচনায় নির্বাচনের ইতিবাচক বিষয়টি উপেক্ষা করা যায় না। তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন প্রশ্নবিদ্ধ হলে তার দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্তাবে এবং আপনারা প্রশ্নবিদ্ধ হলে আমরা দায় এড়াতে পারব না। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।


     এই বিভাগের আরো খবর