,

টার্গেট ১হাজার

সময় ডেস্ক ॥ বাংলাদেশ যদি ভারতের সঙ্গে ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জিতে তাহলে সেদিনই কমপক্ষে ১০০০ জাতীয় পতাকা বিক্রির টার্গেট করেছেন রহিম। তার দোকান বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন। বাংলাদেশ জিতবে, তার টার্গেট পূরণ হবেÑ এমন আশা নিয়ে এরই মধ্যে তিনি আরও ৬টি সেলাই মেশিন ও নতুন ৬জন কারিগর নিয়োগ দিয়ে ফেলেছেন। রহিম অত্যন্ত উত্তেজিত হয়ে আমাদের সময় ডটকমকে বলেন, বাংলাদেশ জিতলে সবচেয়ে বেশি আনন্দ পামু দেশের নামটা উজ্জল হইব দেইখা। আর পতাকা যেহেতু বেচি সেহেতু বেশি বেচনের আশা করতেই পারি। দরকার পড়লে কম দামে বেচুম। ১০০০ হাজার বেচুমই, খালি জিতলেই অয়। ৬টা মেশিন তো বআইছি, লাগলে আরও ৬টা বআমু। হিসাবের খাতা দেখে তিনি জানান, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ভাল করার থেকে প্রতিদিনই বিভিন্ন আকারের কমপক্ষে ৩০০ পিস পতাকা বিক্রি হচ্ছে তার দোকান থেকে। বুধবার বিকাল পর্যন্ত বিক্রি করতে পেরেছেন ৪০০পিস। রাত ৮টার মধ্যে এই সংখ্যা ৩০০ ছুঁতে পারবে বলে তিনি জোর দিয়ে বলেন। তার এখানে বিভিন্ন আকারের বাংলাদেশি জাতীয় পতাকা মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০০টাকায়। এছাড়া খুচরা মূল্যে কপালের ব্যান্ড বিক্রি করছেন ১০ টাকায়। রহিমের দোকানে পাইকারি-খুচরা উভয়ভাবেই এসব বিক্রি হচ্ছে। তার আশপাশে আরও দুটি পতাকার দোকান দেখা গেছে। সেখানেও পতাকা বিক্রি জমজমাট দেখা গেছে। রহিমের সহকারী শাহাদৎ হোসেন বেশ উত্তেজিত হয়ে বলেন, বাংলাদেশ জিতবই। ওইসব ইন্ডিয়া-মিন্ডিয়ার বেইল নাই। বাংলাদেশি পতাকা ছাড়াও ভারতের পতাকা বিক্রি হচ্ছে তার দোকানে। আকারভেদে এর দর ১০০ থেকে ২০০টাকা। তবে এসব বিক্রি কম হচ্ছে বলে জানিয়ে রহিম বলেন, মঙ্গলবার বেচছি ১০টার মতন, আজকা বেচলাম ৭টা।


     এই বিভাগের আরো খবর