,

ইভিএমে ভোট হবে ছয়টি সংসদীয় আসনে: ইসি সচিব

সময় ডেস্ক :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।  ইসি সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয়টি আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। তবে কোন ছয়টি আসন তা নির্ধারণ করা হবে আগামী ২৮ নভেম্বর দৈবচয়নের ভিত্তিতে। গত ৮ নভেম্বর প্রথম দফায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ২৩ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়; তবে পরে আবার ঘোষণা করা তফসিলে ভোট গ্রহণ করার জন্য দিন নির্ধারিত হয় ৩০ ডিসেম্বর। বেশ আগে থেকেই নির্বাচন কমিশন এবার ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণের কথা জানিয়ে আসছিল। তবে কতটি আসন তা নির্ধারিত হয়নি। শুরু থেকেই নির্বাচন কমিশনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে বিরোধিতা করে আসছে বিএনপি। জাতীয় পার্টিসহ অন্যান্য দলগুলোও ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে একমত হতে পারেনি।


     এই বিভাগের আরো খবর