,

নবীগঞ্জে পৃথক হামলার ঘটনায় যুবক যুবতী ও বৃদ্ধ-বৃদ্ধাসহ আহত ২০

শাহ সুলতান আহমেদ ::  নবীগঞ্জে পৃথক হামলার ঘটনায় যুবক-যুবতী ও বৃদ্ধ বৃদ্ধাসহ ২০ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পূর্ব বিরোধ, পারিবারিক বিরোধ, জমিসংক্রান্ত বিরোধ ও মামলা সংক্রান্ত বিরোধের জের নিয়ে গতকাল রবিবার উপজেলার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটেছে। এতে আহতরা হলেন-ঝিটকা গ্রামের মৃত আব্দুল গণি তালুকদারের পুত্র আব্দুল করিম তালুকদার (৩৭), ইয়াছ তালুকদারের পুত্র সাজু তালুকদার (৩২), রামপুর গ্রামের ইনসান মিয়ার স্ত্রী মোছাঃ জামিনা আক্তার (২০), পাঞ্জারাই গ্রামের আরজু মিয়ার পুত্র চাঁন মিয়া (২০), শৈলারামপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু সালেক (২৮), রাজাবাদ গ্রামের আব্দুল কাইয়ুম মিয়ার পুত্র জুয়েল আহমদ (১৮), কানাইপুর গ্রামের আজম আলীর স্ত্রী স্বপ্না বেগম (৩০), আক্কাছ মিয়ার স্ত্রী সিরাজুন বিবি (২১), কন্যা শিপা বেগম (২০), শিশু মিয়ার পুত্র রায়েল মিয়া (৮), সাজিদ মিয়ার পুত্র এখলাছ মিয়া (৩২), শাহিদ উল্লার পুত্র আক্কাছ উদ্দিন (২২), কলমদর মিয়ার স্ত্রী আরভীন বেগম (২৮), উমরপুর গ্রামের গউছ মিয়ার স্ত্রী সাবিরা বেগম (৬০), ফুটারচর গ্রামের আনছার মিয়ার স্ত্রী মোছাঃ শেলিনা বেগম (২৫), পুত্র কাওছার মিয়া (২২), চৌশতপুর গ্রামের হামদু মিয়ার পুত্র আলম হোসেন (২৫), কাগাপাশা গ্রামের রজব মিয়ার পুত্র রাজু মিয়া (১৫)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর