,

নবীগঞ্জে স্কুল ছাত্র শাহনাজ হত্যাকান্ড: প্রায় দু’বছর পর সিআইডি পুলিশের হাতে বন্দি হত্যার আসামী জসিম

সংবাদদাতা :: নবীগঞ্জে বোয়ালজুর গ্রামে আলোচিত স্কুল ছাত্র শাহনাজ (১৭) হত্যাকান্ডের মামলায় দীর্ঘ প্রায় দু’বছর পর ঘটনার আসামী জসিম উদ্দিন রিজু (২৭)কে গ্রেফতার করেছে হবিগঞ্জের সিআইডি পুলিশ। ধৃত জসিম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি বাজার থেকে গ্রেফতার করেন সিআইডি পুলিশের একদল সাদা পোষাকধারী পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কদ্দুছ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১৬ইং সালের ০৫ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের পশ্চিমে কালিগঞ্জের নিকটে জোয়াল ভাঙা হাওর থেকে স্কুল ছাত্র শাহনাজের গলা কাটা লাশ উদ্বার করে পুলিশ। নিহত স্কুল ছাত্র বোয়ালজুর গ্রামের কৃষক ইউনুস মিয়ার ছেলে এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। ঘটনার শুরু থেকেই নিহতের পরিবার পূর্ব শক্রতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করার অভিযোগ করেন। এ ব্যাপারে নিহতের ভাই সাহিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা নং ৬ তারিখ ০৬-১২-২০১৬ইং দায়ের করেন। উক্ত মামলায় বোয়ালজুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন রিজু, সাজু মিয়া, আব্দুল জলিলের পুত্র তোফায়েল আহমদ তুয়েল, আব্দুর রহিমের ছেলে ফরহাদ এবং মাসুক মিয়ার ছেলে খালেদ মিয়ার নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয় ২০১৬ ইং সালের ৪ঠা ডিসেম্বর রাত ১০ টার দিকে স্কুল ছাত্র শাহনাজকে ফুটবল খেলার পোষ্টার লাগানোর কথা বলে ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জসিম আহমদ রিজুসহ খেলার সহপাঠিরা। এরপর থেকে শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। রাত ব্যাপি শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেন। পরদিন ৫ই ডিসেম্বর ২০১৬ ইং সোমবার সকাল ৭ টার দিকে খবর পাওয়া যায় স্থানীয় জোয়াল ভাঙা হাওরে পড়ে আছে শাহনাজের মৃতদেহ। খবর পেয়ে থানা পুলিশ শাহনাজের গলা কাটা লাশ উদ্ধার করেন। ঘটনার পর থেকেই ঘাতক জসিম উদ্দিন রিজুসহ হত্যাকারীরা পুলিশের গ্রেফতার এড়াতে ঘা ডাকা দেয়। পরে মামলাটি থানা থেকে ডিবি পুলিশে হস্তান্তর হলে জসিম উদ্দিন রিজু এলাকায় আসে এবং দাপটের সাথে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। বিশাল অর্থ বিত্তশালী পরিবারের ছেলে জসিম উদ্দিন, তার ভাই সাজু অদৃশ্য কারনে ধরাছুয়ার বাহিরে থাকে। পরে মামলাটি সিআইডি পুলিশের কাছে তদন্তভার হস্তান্তর হয়। সিআইডি পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে ঘটনার আসামী জসিমকে গ্রেফতারের জন্য মাঠে নামে। গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল কদ্দুছ সাদা পোষাকে একদল পুলিশ নিয়ে নবীগঞ্জের আউশকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালজুর গ্রামে দু‘পরে মধ্যে যুগ যুগ ধরে পূর্ব শক্রতার জের ধরে একের পর খুন, রাহাজানি, একাধিক হামলা মামলার ঘটনা ঘটেছে। স¤প্রতি একটি হত্যা মামলায় ৫ আসামির ফাঁসিসহ কয়েক জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।


     এই বিভাগের আরো খবর