,

হবিগঞ্জে বিউটি পার্লার গুলোতে মেয়াদোত্তীর্ণ ও চোরাই কসমেটিক্স

 ব্যবহার ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে বিউটি পার্লার গুলোতে মেয়াদোত্তীর্ণ ও চোরাই কসমেটিক্স ব্যবহার করা হচ্ছে। ফলে এক শ্রেনির বিউটিসিয়ানরা যেমন লাভবান হচ্ছে অন্যদিকে ব্যবহারকারীদের ত্বকের সৌন্দর্য নষ্টসহ বিভিন্ন রোগ বালাই দিয়েছে। বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন মুক্তা এক অভিযান পরিচালনা করেন। এ সময় উল্লেখিত অভিযোগে শহরের খাঁজা গার্ডেন সিটির ৪র্থ তলায় লুনা বিউটি পার্লারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  তাছলিমা শিরিন মুক্তা জানান, ওই বিউটি পার্লারে নানা প্রসাধনীর গায়ে লেখা রয়েছে মেইড ইন জার্মানসহ বিভিন্ন দেশের নাম। কিন্তু কোনও আমদানীকারক প্রতিষ্ঠানের নাম নেই। এছাড়াও বিভিন্ন কসমেটিক্স মেয়াদোত্তীর্ণ চোরাইকৃত প্রসাধনী সমগ্রী দিয়ে এসব বিউটি পার্লারে ব্যবহার করা হয়। তাই তাদেরকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান নিয়মিত চলবে বলে জানান, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট।


     এই বিভাগের আরো খবর