,

নবীগঞ্জে বাড়ির মালিক ডাক্তারের কাছে, সেই সুবাধে গাছ কর্তন

শাহ সুলতান আহমেদ :: নবীগঞ্জে অর্ধযুগ যাবত আদালতে স্বত্ব মামলা চলমান থাকার পর বাদী হাসপাতালে থাকার সুবাধে বাড়ির গাছ কেটে ক্ষতি সাধন করার ঘটনা ঘটেছে। অসুস্থ ছালে আহমদ বিচারপ্রার্থী হয়ে সমাজপতিদের দ্বারে-দ্বারে ঘুরছেন। সুত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত মনফর উল্লা ওরফে মনু মিয়ার পুত্র ছালে আহমদ এর বাড়ির সীমানা নিয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে স্বত্ব মামলা রয়েছে। এতে তিনি আসামী করেছেন ১৫ জনকে। গত ৮ নভেম্বর দুপুরে ছালেহ আহমদ হার্টের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে সিলেট যান। সেই সুবাধে একই গ্রামের মৃত সারদা দাশের পুত্র সুশাংক চন্দ্র দাশ, মানিক চন্দ্র দাশ, সতীশ চন্দ্র দাশ পূর্ব শত্রæতার জের ও মামলার রেশ মেঠাতে ছালে আহমেদ এর বাড়ির রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক শত গাছ কেটে সাবাড় করেছে। তিনি চিকিৎসা শেষে বাড়ি ফিরে এমন ঘটনা দেখে হতাশায় পড়েন। এমনকি তিনি এ ঘটনার জন্য বিচারপ্রার্থী হয়ে সমাজপতিদের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এ ব্যাপারে জানতে চাইলে ছালে আহমদ বলেন পূর্ব শত্রæতার জের ও মামলার জের নিয়ে তার এমন সর্বনাশ করছে একই গ্রামের মৃত সারদা দাশের পুত্র সুশাংক চন্দ্র দাশ, মানিক চন্দ্র দাশ, সতীশ চন্দ্র দাশ গংরা। ঘটনার সত্যতা জানতে চাইলে ওই গ্রামের মৃত খছির মোহাম্মদ এর পুত্র আব্দুর রহীম জানান, প্রতিপক্ষ লোকেরা ছালে আহমেদ এর যাহা ক্ষতি করেছে তাহা পুরণ হবার মত নয়।


     এই বিভাগের আরো খবর